শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ৩০ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের ড্রাফটে থাকতে পারেন 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি ক্রিকেটারদের একটি বড় দল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ড্রাফটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। ইতিমধ্যেই ড্রাফটে নাম লিখিয়েছেন ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম পূর্বেই প্রকাশিত হয়েছিল। - ক্রিকেট পাকিস্তান

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। পিএসএলের ১০ম আসর শুরু হবে আগামী ৮ এপ্রিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। আসরের ফাইনাল ম্যাচটি ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে এবং আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনের পিএসএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অংশগ্রহণ তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি পিএসএলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটাররা: সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়