শিরোনাম
◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও)

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্কার চীনে খেলেছেন ৮ বছর, এবার ফিরে এলেন নিজ দেশ ব্রাজিলে 

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান এই ফুটবলার ক্যারিয়ারের চূড়য় থেকে তিনি ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন চীনের ফুটবলে। এক সময় ব্রাজিল দলের ভবিষ্যৎ মাঝমাঠের কা-ারি ধরা হতো যাকে, সেই তিনি ব্রাত্য হয়ে পড়েন দল থেকে। সেই তিনি চীনে নিজের ক্যারিয়ার শেষ করে ফিরে গেছেন ব্রাজিলে।

সাবেক চেলসি মিডফিল্ডারসাও পাওলোতে ফিরে যাচ্ছেন। তিনি তার ফুটবল ক্যারিয়ার এখানেই শুরু করেছিলেন। মঙ্গলবার সাও পাওলো ক্লাব এটি ঘোষণা করেছে।  

ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর শেষে লেখা ছিল, ‘স্বাগতম, অস্কার, কী অসাধারণ একটি সংযোজন। ৩৩ বছর বয়সী অস্কার চীনের শাংহাই পোর্ট ক্লাবে আট বছর কাটিয়েছেন। সেখানে তিনি যোগ দিয়েছিলেন ২০১৭ সালে। চেলসি থেকে সেখানে পাড়ি জমানোর ৮ বছর পর তিনি ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে যোগ দিচ্ছেন।

এই আক্রমণাত্মক মিডফিল্ডার তার ক্যারিয়ার শুরু করেছিলেন সাও পাওলো ক্লাবে এবং ২০০৮ সালে প্রথম দলের হয়ে অভিষেক হয় তার। দুই বছর পর, তিনি আরেকটি ব্রাজিলিয়ান ক্লাব, ইন্টারন্যাসিওনাল ডি পোর্তো আলেগ্রেতে যোগ দেন। এর কারণে আইনি জটিলতাতেও জড়াতে হয়েছিল তাকে।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ব্রোঞ্জ পদকজয়ী অস্কার পরবর্তীতে ইংল্যান্ডে চেলসির হয়ে খেলতে যান। সেখানে তিনি ২০৩ ম্যাচে ৩৮টি গোল করেন। 

চেলসির সঙ্গে সাড়ে চার বছরে অস্কার চারটি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে দুইটি প্রিমিয়ার লিগ শিরোপা (২০১৪-২০১৫ এবং ২০১৬-২০১৭), ইউরোপা লিগ (২০১৩), এবং ইংলিশ লিগ কাপ (২০১৫)।  

অস্কার ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচে ১২টি গোল করেছেন। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় গোলটি তিনি করেছিলেন ২০১৪ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ ব্যবধানে হারের ম্যাচে। সেটি ছিল সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়