শিরোনাম
◈ সরকার পুঁজিবাজার সংস্কারে আনবে বিদেশি বিশেষজ্ঞ , পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৮ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়দিনে বরফের দেশ ফিনল্যান্ডে মাইনাস ২০ ডিগ্রিতে ‘অর্ধনগ্ন’ রোনালদো

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন আগেই পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বড়দিনের ছুটিতে সৌদি আরব ছেড়ে সপরিবারে ফিনল্যান্ডে ঘুরতে গেছেন। সৌদির তীব্র গরম থেকে ভয়ানক ঠা-া পরিবেশে গিয়েও চুপ করে বসে নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

মেতে আছেন আইস স্কেটিং, আইস বাথ সহ নানান আনন্দযজ্ঞে। সেসব মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যমের পোস্ট করছেন তিনি।

রোনালদোর ছুটি কাটানোর একটি ছবি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। যেখানে নিজের সুঠাম ও পেটানো শরীর প্রদর্শন করেছেন পর্তুগিজ উইঙ্গার। যদিও তার এমন ছবি আগেও দেখা গেছে। তবে এবারেরটি ব্যতিক্রম। কারণ ফিনল্যান্ডের বরফ-ঢাকা ল্যাপল্যান্ডের পুলের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি।  

ল্যাপল্যান্ডের তাপমাত্রা এখন মাইনাস ১০ থেকে মাইনাস ৩০ ড্রিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমন মারাত্মক শীতল আবহাওয়ার মধ্যে শার্ট ছাড়া রোনালদোর শরীর প্রদর্শন ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার পেশীবহুল শরীর অবশ্য ভক্তদের কাছে পরিচিতই। বরফের উপর দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক যোগযোগের মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, 'সবাইকে শুভ বড়দিন।'

রোনালদো আরও কয়েকদিন নিশ্চিন্তে পরিবার নিয়ে ঘুরতে পারবেন। কারণ আল নাসরের মৌসুম ফের শুরু হবে ৯ জানুয়ারি থেকে। এ বছরটা মাঠে দারুণ কেটেছে রোনালদোর। ফলে এই ছুটি তার প্রাপ্যও বটে। ২০২৪ সালে সবমিলিয়ে ৫১ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮ গোল। এ বছর পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। তবে দলীয় সাফল্য ধরা দেয়নি তাকে। তার দেশ পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর তার ক্লাব আল নাসর প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করেছে এবং হেরে গেছে সৌদি সুপার কাপের ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়