শিরোনাম
◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩৯ সকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেভিয়াকে হারিয়ে দুই নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে সেভিয়ার বিরুদ্ধে সহজ জয় অর্জন করে রিয়াল মাদ্রিদ। রোববার (২২ ডিসেম্বর) রাতে ঘরের মাঠে স্প্যানিশ লা লিগায়  সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে তারা। 

ম্যাচে দুর্দান্ত এক গোল করা কিলিয়ান এমবাপ্পে ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি। রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর। ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।

আজকের ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন রিয়ালের সঙ্গে মানিয়ে নেয়ার সময়টা পাড় করে ফেলেছেন এমবাপ্পে, এখন সময় কিছু করে দেখানোর। সেভিয়ার বিপক্ষে কিছু করেই দেখালেন ফরাসি তারকা। দলের জয়ে বড় ভূমিকা রেখে পেয়ে গেলেন রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪তম গোল।

১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। রদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে যান এমবাপ্পে। এক স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয় ছোঁয়ায় জায়গা ঠিক করে নিয়ে জোরালো শটে গোল পেয়ে যান ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফুটবলার।

১০ মিনিট পর ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধানটা ২-০ করেন ভালভের্দে। ৩৪ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় রিয়াল। এবার ভাসকেজের ক্রসে গোল রদ্রিগোর। এক মিনিট পরেই সেভিয়ার হয়ে গোল করেন ইসাক রোমেরো। ৫৩ মিনিটে এমবাপ্পের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোলটি এনে দেন দিয়াজ। এরপর ৮৫ মিনিটে দোদি লুবেবাকলো ব্যবধান কমাতেই পেরেছেন শুধু।

১৮ ম্যাচে ১২তম জয়ে ৪০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট আতলেতিকোর। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়