শিরোনাম
◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে মারাত্মক আঘাত পেয়েছেন দোন্নারুম্মা

বুধবার মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)) গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা গুরুতর আঘাত পেয়েছেন। মোনাকো ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুটের স্পাইকে লেগে দোন্নারুম্মার মুখের ডান পাশে গভীর ক্ষত তৈরি হয়েছে। এই ইতালীয় গোলরক্ষককে এখন লম্বা চিকিৎসার মধ্য দিয়ে যেতে হতে পারে।

এমন গুরুতর আহতের ঘটনাতেও লাল কার্ড পাননি সিঙ্গোর। পিএসজি অধিনায়ক মার্কিনহোস তাতে রেফারির ভুল দেখছেন, 'রেফারি হয়তো ভুল পজিশনে ছিলেন, কিন্তু ভিএআর-এর হস্তক্ষেপ করা উচিত ছিল। খেলোয়াড়দের রক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতে রেড কার্ড না দেখানো বড় ভুল।' সিঙ্গোর অসাবধানতামূলক কিন্তু বিপদজনক মুভে দোন্নারুম্মা মাঠ ছাড়তে বাধ্য হন। তার জায়গায় আসেন মাতভেই সাফোনভ।

মোনাকোর মাঠে খেলার ১৭ মিনিটে ঘটে এই ঘটনা। আক্রমণে যাওয়া সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। কিন্তু গতির মধ্যে থাকা সিঙ্গোর নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি, দোন্নারুম্মাকে টপকে যেতে গিয়ে তার মুখে বুট লাগিয়ে দেন। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টেবল দিয়ে কোনরকম জোড়া লাগানো হয় কাটা অংশ। ফ্যাসিয়াল চিকিৎসায় তার ক্ষত পুরোপুরি সারানোর চিকিৎসা করতে হবে এরপর।

এই ঘটনায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। রেফারির কাছে দুর্ঘটনাবশত মনে হওয়ায় কোন কার্ড দেখাননি, ফাউলও দেননি। পিএসজি খেলোয়াড়রা তাতে সন্তুষ্ট নন। দেখা সিঙ্গো। সূত্র : ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়