শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল বেতিসের সঙ্গে ড্র করলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: ভাগ্যলক্ষি সহায় না হলে এমনটি হয়। লা লিগায় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা বার্সেলোনা হাজারো চেষ্টা করে ম্যাচ জিততে পারলো না। ম্যাচে তারা  দুইবার এগিয়ে গিয়েও শঙ্কায় পড়ে গেল শীর্ষে থাকা। গোলমুখে ফরোয়ার্ডরা আরেকটু কার্যকর হলে হয়তো গোল উৎসবে মেতে উঠতে পারত রিয়াল বেতিস। 

অসংখ্য সুযোগ হারানোর দিনে দুইবার পিছিয়ে পড়ে উল্টো হারের শঙ্কা পড়ে যায় তারা। তবে, উজ্জীবিত ফুটবল উপহার দেওয়া দলটি দুইবারই সমতা ফেরাল। তাতে শঙ্কায় পড়ে গেল বার্সেলোনার শীর্ষে থাকা। লা লিগার ম্যাচে শনিবার বেতিসের সঙ্গে ২-২ ড্র করেছে বার্সেলোনা। ২ পয়েন্ট হারানোর হতাশার সঙ্গে যুক্ত হয়েছে কোচ হান্সি ফ্লিকের লাল কার্ড। রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বার্সেলোনা। সফল স্পট কিকে বেতিসকে সমতায় ফেরান জিওভানি লো সেলসো। বদলি নেমে ফের বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান তরেস। যোগ করা সময়ে আসানে দিওয়ায়ের গোলে হার এড়ায় বেতিস।

বল দখলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে গোলের জন্য শট নেওয়ায় এগিয়ে ছিল বেতিস। ১২ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে মানুয়েল পেল্লিগ্রিনির দল। অন্যদিকে, প্রায় ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ৯ শট নিয়ে তিনটি লক্ষ্েয রাখে বার্সেলোনা।

আসরে এটি বার্সেলোনার দ্বিতীয় ড্র। লিগে সবশেষ ৫ ম্যাচে মাত্র একটিতে জেতা দলটি এখনও শীর্ষেই আছে। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। দুই ম্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বেতিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়