শিরোনাম
◈ বেসরকারি অফিসেও ঈদুল আজহায় ১০ দিন ছুটি ◈ শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে? ◈ পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির ◈ ৫ ভবিষ্যদ্বাণী: ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ◈ পাকিস্তানে হামলার শিকার প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা ◈ এবার দুদকের হানা ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে  ◈ ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে থাকবেন যারা ◈ ৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের! ◈ শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির! ◈ আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলার প্রস্তুতি চলছে: ভারতের পররাষ্ট্রসচিব

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্যারিয়ারে প্রথম লাল কার্ড নয়ার, জার্মান কাপ থেকে বায়ার্ন মিউনিখের বিদায়

স্পোর্টস ডেস্ক: একজন ফুটবলারের জীবনে প্রথম বাজে রেকর্ড। আর এই রেকর্ডটি গড়লেন ম্যানুয়েল নয়ার। দুই দশকের পেশাদার ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখেছেন এই জার্মান গোলরক্ষক। এতে করে ডিএফবি পোকালে তার দল বায়ার্ন মিউনিখের যাত্রা শেষ ষোলোতেই থেমে গেল। বেয়ার লেভারকুসেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হলো জার্মান কাপ থেকে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আলিয়াঞ্জ এরিনায় ডিএফবি পোকালে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন। ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৯তম মিনিটে নাথান টেল্লার পা থেকে।

ম্যাচের ১৭তম মিনিটে বক্সের বাইরে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নয়ার। ২০০৪ সালে শুরু পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটাই তার প্রথম লাল কার্ড। পরে ১০ জনের বায়ার্নকে চেপে ধরে লেভারকুসেন, তবে গোল করতে ব্যর্থ হয়।  

বিরতির পর ম্যাচের ৬৯তম মিনিটে নাথান টেল্লার একমাত্র গোল লেভারকুসেনকে এগিয়ে দেয়। বায়ার্ন সে গোল শোধের চেষ্টা চালালেও ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয়। এতে করে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের। 
বায়ার্ন মিউনিখ ২০১৯-২০ মৌসুমের পর থেকে ডিএফবি পোকাল শিরোপা জিততে পারেনি। এই নিয়ে টানা পাঁচ মৌসুম ধরে জার্মান কাপ খালি হাতে ফিরতে হলো বায়ার্নকে। লেভারকুসেনের কোচ জাবি আলোনসোর কৌশলে লিগ শিরোপা হারানোর পর এবার কাপ থেকেও ছিটকে গেল বায়ার্ন।  

লিগে দারুণ ছন্দে থাকা বায়ার্নকে টানা দুই মৌসুমে চ্যালেঞ্জের মুখে ফেলেছে লেভারকুসেন। এবার তাদের হাত ধরে ডিএফবি পোকালের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আলোনসোর দল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়