শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় আকরামের সঙ্গে ভারতীয় সমর্থকের অসদাচরণ

অস্ট্রেলিয়ায় স্বাগতিক দেশটির সঙ্গে ভারতের চলমান ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি’তে ধারাভাষ্য প্যানেলে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। তবে ম্যাচ চলাকালে এক ভারতীয় সমর্থক আকরামের সঙ্গে অসদাচরণ করেছেন বলে জানিয়েছে পাকিস্তান ও ভারতের গণমাধ্যমগুলো।

ম্যাচ চলাকালে স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে থাকা আকরামের কাছ থেকে অটোগ্রাফ নেন এক ভারতীয় সমর্থক। তার পরপরই আকরামের উদ্দেশে কটু কথা ছুড়ে দেন ওই সমর্থক। যদিও এমন অসদাচরণের পেছনের কোনো কারণ জানা যায়নি। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে বলেছে, গতকাল শনিবার দ্বিতীয় দিনের খেলার সময় ধারাভাষ্য দেওয়ার জন্য নির্দিষ্ট বক্সের দিকে এগোচ্ছিলেন। তার মাঝে এক ভারতীয় সমর্থককে সই দিচ্ছিলেন। সেই সময়েই তার উদ্দেশে কটু কথা বলতে থাকেন ওই সমর্থক। যদিও সেই মুহূর্তে কিছু বলেননি আকরাম।

তবে মাঠের ঘটনাতেই থামেননি ওই সমর্থক। মাঠ ছেড়ে গাড়ি দিয়ে চলে যাওয়ার সময় আবার আকরামের উদ্দেশে বাজে কথা বলেন তিনি। পরে পুলিশ গিয়ে ওই সমর্থককে সরিয়ে দেয়। এই ঘটনায় যথেষ্ট বিরক্ত হয়েছেন আকরাম। 

স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছে, আকরামকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়নি। এই ঘটনার পর মাঠের নিরাপত্তা বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন থেকে নিরাপত্তার স্বার্থে ধারাভাষ্যকাররা চাইলে মাঠ থেকেই সরাসরি গাড়ি থেকে হোটেলের উদ্দেশে বের হতে পারবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়