শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের তিন আসরের জন্য ১৩ ক্রিকেটারের নাম পাঠালো বিসিবি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী তিন আসরের জন্য ১৩ জন ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তালিকায় থাকা ক্রিকেটাররা পুরো আসরের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে পারবেন, যা আগে সম্ভব ছিল না। বিসিবির এমন পদক্ষেপে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।  

শুক্রবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। শুধু বিসিবিই নয়, আসন্ন নিলামকে সামনে রেখে আগামী তিন আইপিএলের পুরো সময়ে বিদেশি ক্রিকেটারদের খেলার নিশ্চয়তা জানতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইএসপিএন প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে, প্রায় সবগুলো পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে তালিকাসহ সেই নিশ্চয়তা পেয়েছেন তারা।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবির পাঠানো সেই নামের তালিকায় জায়গা করে নেয়া ১৩ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব ও শহিদুল ইসলাম।

এদিকে আগামী তিন আইপিএলের সূচিও চূড়ান্ত করা হয়েছে। আর ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেই তারিখও জানিয়ে দেয়া হয়েছে। আগামী বছর আইপিএল শুরু ১৪ মার্চ, আর ফাইনাল ২৫ মে।

২০২৬ আইপিএল শুরু ১৫ মার্চ, ফাইনাল ৩১ মে। আর ২০২৭ আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মে। তবে ম্যাচ সংখ্যায় আসছে পরিবর্তন। আগামী আসরে ৭৪ ম্যাচ হলেও ২০২৬ সালে হবে ৮৪টি। আর ২০২৭ সালে তা বেড়ে দাঁড়াবে ৯৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়