শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ভারতের ব্যাটিং দেখে মনে হয়েছিলো এবার বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে আধিপত্য ধরে রাখতে পারবে না। তাদের ইনিংস শেষ হয় ১৫০ রানে। অস্ট্রেলিয়ান বোলারদের দাপুটে বোলিং বার্তা দিচ্ছিলো আধিপত্যের। শেষ পর্যন্ত দিনশেষে ভারতের আধিপত্যই দেখা গেলো।  জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কের তোপে প্রথম ইনিংসে ১৫০ রানেই গুটিয়ে গেছে ভারত। তবে অস্ট্রেলিয়ান ব্যাটাররাও পড়েছে বিপাকে, প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে তাদের স্কোরবোর্ডে ৭ উইকেটে ৬৭ রান।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই এই ম্যাচে খেলতে নেমেছে ভারত। ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরাহ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটাররা তার সিদ্ধান্ত সঠিক প্রমাণে ব্যর্থ হয়েছে। স্টার্ক, হ্যাজেলউডের তোপে খালি হাতেই ফিরেছেন ওপেনার জসস্বী জয়সওয়াল ও তিন নম্বরে নামা দেবদূত পাডিকাল। আরেক ওপেনার লোকেশ রাহুল যা একটু টিকেছেন, তবে করতে পারেননি ২৬ রানের বেশি।

বিরাট কোহলির নামের পাশে জুটেছে ১২ বলে ৫ রান। ৫৯ রানে ৫ ও ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে ভারত। তবে রিশাব পান্ট ও শেষদিকে নিতিশ রেড্ডির ব্যাটে চড়ে ১৫০ পর্যন্ত যেতে পেরেছে সফরকারীরা। একাই ৪ উইকেট হ্যাজেলউডের। ২ টি করে ভাগাভাগি করেছেন স্টার্ক, কামিন্স ও মিচেল মার্শ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে বিপাকে অস্ট্রেলিয়াও। অধিনায়ক বুমরাহকে সামলাতেই টালমাটাল অজি ব্যাটাররা। ১৯ রানে হারানো তাদের প্রথম ৩ উইকেটের সবকটিই বুমরাহর। 

শুরুর এই বিপর্যয় আর থামানো যায়নি। ততক্ষণে উইকেট শিকারে যোগ দিয়েছেন মোহাম্মদ সিরাজ ও হার্শিত রানা। ৫৯ রানে নেই ৭ উইকেট। এখনো পর্যন্ত সর্বোচ্চ ১৯ রানে অপরাজিত অ্যালেক্স ক্যারি। তার সাথে ৬ রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক। দিন শেষে তাদের স্কোরবোর্ডে ৭ উইকেটে ৬৭ রান, এখনো প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৮৩ রানে। বুমরাহর ৪ উইকেটের সাথে সিরাজের শিকার ২ উইকেট, রানা নিয়েছেন ১ টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়