শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১১:২৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব ভালো বোলিং করলেও হেরেছে তার দল বাংলা টাইগার্স 

স্পোর্টস ডেস্ক: লঙ্কান ব্যাটারের ২৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে ১০৬ রানের পুঁজি পায় বাংলা টাইগার্সে। ব্যাটিংয়ে সুযোগ না পাওয়া সাকিব আল হাসান ঝলক দেখিয়েছেন বোলিংয়ে। ২ ওভারে ১৫ রান খরচায় বাঁহাতি স্পিনার ফিরিয়েছেন ফাফ ডু প্লেসি ও রোহান মুস্তাফাকে। সাকিবের এমন বোলিংয়ের পরও নিজেদের প্রথম ম্যাচে স্যাম আর্মির বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলা টাইগার্স।

আবু ধাবিতে জয়ের জন্য ১০৭ রান তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় মরিসভিলে স্যাম্প আর্মি। প্রথম ওভারের শেষ বলে জশুয়া লিটলের অফ স্টাম্পের বাইরের বলে খেলতে গিয়ে থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা শানাকার হাতে ক্যাচ দিয়েছেন শারজিল খান। বাঁহাতি ব্যাটার ফিরেছেন রানের খাতা খোলার আগেই। শারজিলের উইকেট হারালেও একপ্রান্তে দাঁড়িয়ে দ্রুত রান তুলতে থাকেন ডু প্লেসি।

নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার ডু প্লেসিকে থামান সাকিব। তিনি ফিরেছেন ১৪ বলে ২৯ রানের ইনিংস খেলে। এরপর নিজস্ব দ্বিতীয় শেষ বলে এসে মুস্তাফাকে আউট করেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলেছিলেন মুস্তাফা। তবে চতুরতার সাথে ওয়াইড দেন সাকিব। বলের নাগাল না পাওয়ায় স্টাম্পিং হতে হয়েছে বাঁহাতি এই ব্যাটারকে। সব মিলিয়ে ২ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্সের অধিনায়ক। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলা টাইগার্সের। একটি করে ছক্কা ও চারে প্রথম দুই ওভারে মাত্র ১৭ রান তুলতে পারেন দুই ওপেনার জাজাই ও লুকমান ফয়সাল। তবে তাদের দুজনের জুটি ভাঙে তৃতীয় ওভারে। আমির হামজা হোতাকের বলে হযরত বিলালের হাতে ক্যাচ দিয়েছেন ৫ রান করা ফয়সাল। প্রথম উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন জাজাই ও শানাকা।

জুটি গড়লেও প্রত্যাশিত রান তুলতে পারছিলেন না তাদের দুজনের কেউই। প্রথম ৫ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তোলে বাংলা টাইগার্স। দলের রান পঞ্চাশ ছুঁয়েছে ৭.২ ওভারে। করিম জানাতের বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে পঞ্চাশ পূর্ণ করেন শানাকা। এরপরই মরিসভিলে স্যাম্প আর্মির বোলারদের উপর তা-ব চালাতে থাকেন লঙ্কান এই ব্যাটার। জানাতের সেই ওভার থেকে এসেছে ১৩ রান। পরের ওভারে ইসুরু উদানাকে দুই ছক্কা মেরেছেন শানাকা।

ইনিংসের শেষ ওভারে রোহান মুস্তাফাকে তুলোধুনো করেছেন লঙ্কান এই ব্যাটার। চারটি ছক্কা ও একটি চারে সেই ওভার থেকে আসে ৩১ রান। তাতে ১০ ওভারে ১০৬ রানের পুঁজি পায় বাংলা টাইগার্স। এমন ব্যাটিংয়ে ২৫ বলে হাফ সেঞ্চুরিও পেয়েছেন শানাকা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ২৭ বলে ৬২ রানের ইনিংস খেলে। তাকে সঙ্গ দেয়া জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩৫ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়