শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। দরকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। এছাড়াও চারজনকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে বিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে দেশ ছাড়বে যুবারা। সেখানে তারা ক্যাম্প করবে। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি অনুযায়ী, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে দুই দল খেলবে ফাইনালে।
টুর্নামেন্টের 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো- শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

২৯ নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসরের উদ্বোধনী দিনেই, আফগানদের বিপক্ষে। এরপর নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ স্কোয়াড: জাওয়াদ আবরার, মোহাম্মদ রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুল ইসলাম বরেন্য ও সাদ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই: কালাম সিদ্দিকী আলিন, শাহরিয়ার আইমির, ইয়াসির আরাফাত ও সানজিত মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়