শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তর্কের সময় রেফারিকে কাপুরুষ বলায় শাস্তি হতে পারে মেসির

স্পোর্টস ডেস্ক: গত ১৫ নভেম্বর শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। খেলায় ২-১ গোলে হারতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই ফুটেজ নিয়েই শোরগোল শুরু হয়েছে নতুন করে। সেখানে মেসিকে রেফারির সাথে বেশ উচ্চস্বরে কথা বলতে দেখা যায়।

ঘটনাটি ঘটে প্যারাগুয়ে ম্যাচের ৩৩ মিনিটের সময়ে। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হন মেসি।
আলবিসেলেস্তেদের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি লিওর। বিরতির সময় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনই একটি ভিডিও প্রকাশ পেয়েছে।

ভিডিওতে মেসির ক্ষোভ প্রকাশ করা বোঝা গেলেও, রেফারিকে ঠিক কি বলেছিলেন তা এতদিন ছিল অজানা। তবে ম্যাচের দুই দিন পর জানা গেল সেই সময় রেফারিকে কি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। মেসি সেই সময় রেফারিকে বলেছিলেন, তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।

নিজেদের এক্স অ্যাকাউন্টে মেসি ও রেফারির সেই কথোপকথনের ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে এসবিএস স্পোর্টস। এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির, পেতে পারেন নিষেধাজ্ঞাও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। তথ্যসূত্র, যমুনানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়