শিরোনাম
◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর ◈ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ১২:২১ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় টেস্ট চলাকালীন ভেট্টরি, পন্টিং ও ল্যাঙ্গার আইপিএলের নিলামে যাবেন 

স্পোর্টস ডেস্ক: বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হবে আগামী ২২ নভেম্বর। পার্থে ভারত ও অস্ট্রেলিয়া প্রথম টেস্ট চলাকালীন ২৪ ও ২৫ তারিখ হবে আইপিএলের মেগা নিলাম। আর সেখানেই যোগ দিতে ম্যাচ ছেড়ে সৌদি আরবে যাবেন ড্যানিয়েল ভেট্টরি, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে থাকার কথা রয়েছে পন্টিং ও ল্যাঙ্গারের। অন্যদিকে ভেট্টরি সরাসরি জড়িত রয়েছেন মাঠের ক্রিকেটেই।

ভেট্টরিদের আইপিএল নিলামে উপস্থিতির খবর দিয়েছে অস্ট্রেলিয়ার দ্য এজ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইপিএলের মেগা নিলাম থেকে দল গোছানোর জন্য পার্থ থেকে জেদ্দায় যাবেন তিন কোচ। ভেট্টরি অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ, পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ। পন্টিং আছেন পাঞ্জাব কিংসে, আর ল্যাঙ্গার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে।

সৌদি আরবে হবে এবার আইপিএলের মেগা নিলাম। সেখানে প্রতিটি দল গড়ে দশজন করে প্লেয়ার কিনবে। তাই নিলামে টিম ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হায়দরাবাদের জন্য নিলামে ভেট্টরির উপস্থিত থাকার বিশেষ প্রয়োজনীয়তাও আছে। কারণ, নিলামের সময় অধিনায়ক প্যাট কামিন্স উপস্থিত থাকতে পারবেন না। যখন জেদ্দায় নিলাম চলবে, কামিন্স তখন পার্থে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন। যে কারণে নিলামে কোচ, অধিনায়ক—দুজনের অনুপস্থিতি যে করেই হোক এড়াতে চাইবে হায়দরাবাদ। তবে দ্য এজের খবরে বলা হয়, আইপিএল নিলামের জন্য ভেট্টরির ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়