শিরোনাম
◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর ◈ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক রেখে নতুন ভিডিও প্রকাশ আইসিসির

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই মাঠে দেখার সুযোগ দর্শকদের হবে কিনা, তা নিশ্চিত নয়, তবে বিশ্ব দেখছে দুই দেশের রাজনৈতিক বিরোধের লড়াই। টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত। অন্যদিকে, টিম ইন্ডিয়ার আপত্তির মুখে এবার হাইব্রিড মডেলের পথে হাঁটতে চায় না পাকিস্তানও। দুই দেশের মধ্যকার উত্তেজনায় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

অনিশ্চয়তার মধ্যেই পুরুষ ও নারী চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে আয়োজক হিসেবে পাকিস্তানই থাকছে। এ ছাড়া দেড় মিনিটের ভিডিওটিতে অংশগ্রহণকারী দেশগুলোর পাশাপাশি আয়োজক পাকিস্তান এবং ক্রিকেটের ঐতিহ্যও ফুটে উঠেছে।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধের কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে বেশ অনেক দিন ধরেই। তবে বৈশ্বিক আসরের স্বার্থে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও ভারতের মাটিতে খেলে এসেছে পাকিস্তান। যদিও ভারত সেই পথে হাঁটেনি। তাদের আপত্তিতেই এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। কিন্তু সেটা ছিল এসিসি সূচি। অনেকেরই ধারণা ছিল, আইসিসি সূচিতে অন্তত ভারত যাবে পাকিস্তানে। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণের ব্যাপারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে লিখিত উত্তর চেয়েছিল পিসিবি। 

পিসিবির চাওয়া অনুযায়ী ভারত লিখিত উত্তর দিয়ে দিয়েছে বলেও খবর। যেখানে আইসিসির পাশাপাশি পাকিস্তানকেও সাফ জানিয়ে দিয়েছে চ্যাম্পিন্স ট্রফি খেলতে পাশের দেশে যাবেন না রোহিতরা। মূলত ভারত সরকারের অনুমতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইকে। এমন অবস্থায় আবারও হাইব্রিড মডেল চেয়েছিল ভারত। 

এই প্রস্তাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সাফ জানিয়ে দিয়েছে তারা হাইব্রিড মডেলের পক্ষে নয়। তাদের এমন কড়া বার্তার পর এতে যুক্ত হয়েছে আইসিসি। ভারতের গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রকাশিত খবর অনুযায়ী, পিসিবিকে হাইব্রিড মডেল মেনে নিতে চাপ দিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর হাইব্রিড মডেল না মানলে সাউথ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়ার কথা বলছে তারা। অবশ্য সব তথ্যই উঠে আসছে দেশ দুটির গণমাধ্যমের বরাতে। এখনো আইসিসি, পাকিস্তান বা ভারতের ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়