শিরোনাম
◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর ◈ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত খেলার পরিবর্তে রাজনীতি নিয়ে পাকিস্তানের সঙ্গে তামাশা করছে: জাভেদ মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আর আইসিসিকে জানিয়ে রেখেছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। কিন্তু এমন কিছুকে স্রেফ তামাশা মনে করেন পাকিস্তানের কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ। দেশটির আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন এটা অজুহাত, রাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে যাবে না।

এমনিতে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নেই বহু বছর ধরে। কালে ভদ্রে দেখা হয় আইসিসি ও এসিসি ইভেন্টে। ২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান। কিন্তু ভারত সেখানে যেতে রাজি হয়নি, পরে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় গিয়ে খেলেছে নিজেদের ম্যাচগুলো।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ খেলতে একই বছর ভারতে গিয়েছিলো। আবার যখন ভারতের পাকিস্তানে আসার আয়োজন তখনই আগের অবস্থানে ফিরে গেছে বিসিসিআই। সরকারি অনুমোদন না মিলাতে আইসিসি ও পিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে তারা যাচ্ছে না। এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে তৈরি হচ্ছে জটিলতা।

এর মধ্যেই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তী মিয়াঁদাদ। তিনি বলেন, যা চলছে, সেটা তামাশা। আমরা যদি আদৌ ভারতের সঙ্গে না–ও খেলি, পাকিস্তানের ক্রিকেট শুধু টিকেই থাকবে না, উন্নতিও করবে। যেটা অতীতেও দেখা গেছে।  আমি দেখতে চাই ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়া আইসিসি ইভেন্টে কীভাবে আয় হয়।

একই ইস্যুতে কথা বলতে গিয়ে সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলেন, যথেষ্ট হয়েছে। যখন সব দলই কোনো সমস্যা ছাড়া পাকিস্তানে খেলতে পারছে, তখন ভারতের এই সিদ্ধান্তটা পুরোপুরি রাজনৈতিক। এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়