শিরোনাম
◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর ◈ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নতি ঘরে বসে হবে না, ভারতীয় দলকে কপিল দেবের কড়া বার্তা

স্পোর্টস ডেস্ক: দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সদ্য সমাপ্ত এই সিরিজে ভারতের টপ অর্ডার ব্যাটারদের ফর্ম ভুগিয়েছে স্বাগতিক দলকে। বেশ কয়েকটি ভালো ইনিংস এলেও সামগ্রিকভাবে ভালো করতে পারেননি ভারতীয় ব্যাটাররা।

এ নিয়ে ভারতের ক্রিকেটারদের মৌলিক বিষয়গুলোতে জোর দিয়ে অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। উন্নতির জন্য মাঠে কঠোর পরিশ্রম করতে হবে এর বিকল্প নেই বলে বার্তা দিয়েছেন ভারতের এই সাবেক ব্যাটার। - ক্রিকফ্রেঞ্জি

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মৌলিকত্বে ফিরে যান। অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন করুন। যদি বলেন, ঘরে বসে উন্নতি করব, তাহলে তো হবে না। যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে আরও অনুশীলন করুন। যত বেশি অনুশীলন করবেন, তত ভালো হবে।

কিউইদের বিপক্ষে সর্বশেষ টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও ভারতকে হারতে হয়েছে ২৫ রানে। তারা ১৪৭ রানের সহজ লক্ষ্য পাড়ি দিতে পারেনি মুম্বাইতে। এই সিরিজ দিয়েই দীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেয়েছে ভারত। 

এর পেছনে অনেকেই দায়ী মনে করেন ভারতের সিনিয়র দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ৬ ইনিংসে রোহিত ৯১ ও কোহলি করেছেন মোটে ৯৩ রান। তাদের ফ্যাঁকাসে পারফরম্যান্সে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

ভারত প্রায় পুরো মৌসুম শীর্ষে থাকলেও নিউজিল্যান্ড সিরিজের পর তারা নেমে গেছে দুই নম্বরে। তাদের ফাইনালে খেলা না খেলা নির্ভর করছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের ওপর। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে অজিদের বিপক্ষে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়