শিরোনাম
◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল ◈ মূল্যস্ফীতি কমছে: গভর্নর ◈ দিল্লিতে সর্বদলীয় বৈঠক, বিজেপি সরকারের প্রতি বিরোধীদের সমর্থন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ১২:২৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতের কাছে লিখিত বার্তা জানতে চেয়েছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে ভারতের আসা-না আসা নিয়ে আলোচনা দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। ভারতের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি।

মূলত সরকারের আপত্তির কাছে এখনও ঝুলে আছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সবুজ সঙ্কেত। এবার জানা গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের কাছে স্পষ্ট বার্তা জানতে চেয়েছে। তাদেরকে লিখিত আকারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলার বিষয়টি জানাতে বলা হয়েছে।

এমনটাই জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান। এর ফলে স্পষ্ট যে পাকিস্তান ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য চাপ সৃষ্টি করছে পাকিস্তান। যদিও দুই বোর্ডের পক্ষ থেকেই এই ব্যাপারে কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভারতের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিও প্রকাশ করেনি আইসিসি। সাধারণত এত বড় টুর্নামেন্টে ২-৩ মাস আগেই সূচি প্রকাশ করে আইসিসি। তবে এবার সেটা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

যদি শেষ মুহূর্তে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিকল্প কি হবে, সেটিও আগে থেকেই ভেবে রাখছে আইসিসি। সেক্ষেত্রে হাইব্রিড মডেলে মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। এর আগে ২০২৩ এশিয়া কাপও ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে আয়োজন করা হয়েছিল।

পিসিবির পাশাপাশি পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রীড়া বিশ্লেষকরাও মনে করেন, এবার অন্তত ভারত তাদের মাটিতে খেলতে আসবেন। বিভিন্ন মাধ্যমে ভারতীয় ক্রিকেটাররাও আগ্রহ জানিয়েছে পাকিস্তানে খেলতে যাওয়ার। আগ্রহ জানিয়েছে দেশটির ক্রিকেটের সবচাইতে বড় দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়