শিরোনাম
◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ১২:২৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন?

স্পোর্টস ডেস্ক: এই ইংলিশ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে প্রায় ১ হাজার (৯৭৩) উইকেটের মালিক। কখনোই খেলেননি আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে। প্রকৃতপক্ষে জিমি অ্যান্ডারসনকে রঙিন পোশাকেই তাকে খুব একটা দেখা যায়নি। 

বয়সটা যখন ৪২, আন্তর্জাতিক ক্রিকেটেও পড়ন্ত বেলা। অথচ এখন কিনা আইপিএল খেলার ইচ্ছে ইংলিশ তারকার। সামনেই আইপিএলের মেগা নিলাম, দল পেতে আগ্রহী হিসেবে নাম লিখিয়েছেন। - ডেইলি ক্রিকেট
টেস্টে একমাত্র পেসার হিসেবে ৭০০ এর বেশি উইকেটের মালিক জানালেন কেন এই অবেলায় খেলতে চান আইপিএল। নিজের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে চান জিমি।

তিনি যেমনটা বলছিলেন, 'আমার মনে হয় এখনও আমি খেলার ক্ষমতা রয়েছে। আইপিএলে কোনও দিন খেলিনি। এই অভিজ্ঞতা আমাকে আরও কিছু দিন খেলা চালিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।'

ইতোমধ্যে ইংল্যান্ডের মেন্টর হিসেবে কাজ করেছেন এই পেসার। অথচ খেলতে চান আইপিএল। তার দর্শনটা অবশ্য আলাদা। আইপিএলে খেলে কোচিং ক্যারিয়ারের জন্যই জ্ঞান সমৃদ্ধ করতে চান।

তিনি জানান, 'আমি কয়েক দিন কোচিং করিয়েছি। ইংল্যান্ড দলের মেন্টর ছিলাম। ভবিষ্যতে সুযোগ পেলে কোচিং করাতে পারি। আইপিএল খেললে ক্রিকেটের জ্ঞান আরও কিছুটা বাড়বে। সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে।'
এবারের আইপিএল নিলামের জন্য অ্যান্ডারসনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ রুপি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়