শিরোনাম
◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ইমিগ্রেশন পুলিশের এএসপি প্রত্যাহার, আরও দুজন সাময়িক বরখাস্ত ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৮:৪০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে হতাশ সাবেক অধিনায়ক বুলবুল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায় আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, খেলায় জয়-পরাজয় থাকবে। তবে আফগানিস্তানের বিপক্ষে এবারের হারটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের সার্বিক পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক।

অনেক দিন ধরেই আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করা বুলবুল বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে। মাঠে বসেই দেখেছেন বাংলাদেশের নাটকীয় পরাজয়।

খেলা দেখে চরম হতাশ হয়ে ফিরে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবেক অধিনায়ক বুলবুল লিখেছেন, ‘ছয় বছর পর আজকে শারজাহতে আফগানিস্তান বোর্ডের আমন্ত্রণে গিয়ে মাঠে বসে বাংলাদেশ দলের ম্যাচ দেখলাম। 

জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি। সবকিছুই যেন ক্লান্ত দেখাচ্ছিল শরীরী ভাষা, বলের প্রতি মনোযোগ, প্রি-বল রুটিন, পুরোটা মিলিয়ে পরিকল্পনা খুবই দুর্বল মনে হয়েছে। আশা করি আমরা খুব শীঘ্রই এই অবস্থার উন্নতি করতে পারব।

এছাড়া বাংলাদেশের ঘন ঘন কোচ পরিবর্তনেরও সমালোচনা করেছেন বুলবুল। গণমাধ্যমকে তিনি বলছিলেন, আমি কোচ পরিবর্তন করার পক্ষে না। কেননা কোচ পরিবর্তন করা মানে একজন ডাক্তার পরিবর্তন করা। একটা কোচ তার প্লেয়ারদের শুধু স্কিল নিয়ে কাজ করে না। প্লেয়ারদের সাইকোলজি নিয়েও কাজ করে। ঘনঘন কোচ পরিবর্তন একটা দলের জন্য অবশ্যই ক্ষতিকর ব্যাপার। এখানে পারফরম্যান্সের একটা বড় ঘাটতি হয়।

বুলবুল আরও বলেন, জাতীয় দলে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না, ট্যাকটিস শেখায় না। তারা কাজ করে মানসিক অবস্থা নিয়ে। এখানে ভাষা একটা বড় ব্যাপার, সংস্কৃতি একটা বড় ব্যাপার। আর যদি নতুন কোচ বারবার পরিবর্তন হতে থাকে এতে কোনো উপকার হয় না, অপকারই হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়