শিরোনাম
◈ ৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের! ◈ শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির! ◈ আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলার প্রস্তুতি চলছে: ভারতের পররাষ্ট্রসচিব ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬, এ পর্যন্ত যা যা ঘটল ◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসপানিওলের বিরুদ্ধে ৩-১ গোলে জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ফুটবলে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে বার্সেলোনা। দলটি গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে   রোববার (৩ নভেম্বর) রাতে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে ৩-১ গোলে। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করল বার্সেলোনা।

রোববার রাতে ঘরের মাঠে স্বাগতিকদের তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ৮ মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন এসপানিওলের জাভি পুয়াদো।

চলমান লা লিগায় ১২তম ম্যাচে ১১তম জয় পাওয়া বার্সা ওলমোর করা প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই তিন সুযোগের দুটি নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো, একবার বার উঁচিয়ে মেরে ও আরেকবার সোজা গোলকিপারের হাতে তুলে দিয়ে। ওলমোর দুই সুযোগ নষ্টের মাঝে লামিনে ইয়ামালের ২০ গজি শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া। এদিকে চলতি মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়া করেছেন ১১ তম গোল।

এই জয়ের পর ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়