শিরোনাম
◈ অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই পরিবারের নিহত ৪ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত!

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে ছাড়াই আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: নিজের ঘরে দুই ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাজে পারফরম করে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার লাল-সবুজদের সংযুক্ত আরব আমিরাত সফর। 

সেখানে তারা ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তানের। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আসন্ন সিরিজটি ওয়ানডে সংস্করণের হওয়ায় সাকিব আল হাসান খেলবেন কি না এমন আলোচনা-গুঞ্জন কয়েকদিন ধরেই চলছিল। 

তবে শেষ পর্যন্ত সাকিবকে ছাড়াই শুক্রবার (১ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের অধিনায়ক হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্তই। যদিও প্রোটিয়া সিরিজের সময় গণমাধ্যমে খবর প্রকাশ হয় অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত। তবে শেষ পর্যন্ত আফগান সিরিজে তাকে দলপতি রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন পেসার নাহিদ হাসান। এছাড়া আফগান সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার ও স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়