শিরোনাম
◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মঘাতী গোল, পিএসজির সৌভাগ্যপ্রসুত জয়

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেমিফাইনালে খেলা পিএসজি অনেক কষ্টে জয়ের দেখা পেলো। প্রতিপক্ষ জিরোনার গোলরক্ষক মূলত পিএসজিকে অনেক বেগ দেয়। শত চেষ্টা করেও গোল রক্ষককে পরাস্ত করতে পারছিলো না পিএসজি। অথচ এই গোলরক্ষক পাওলো গাজ্জানিকা নিজ দলের ভিলেন হয়ে উঠলেন। তার আত্মঘাতী গোলে জয় পেলো পিএসজি। প্যারিস সেন্ট জার্মেইকে প্রায় পুরোটা সময় আটকে রাখতে পেরেছিলেন এই আর্জেন্টাইন। কিন্তু শেষ মিনিটে শিশুসুলভ ভুল করলেন। চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত স্প্যানিশ দলটির গোলরক্ষকের আত্মঘাতী গোলে জয়ে শুরু করলো গতবারের সেমিফাইনালিস্ট পিএসজি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে জিরোনাকে আতিথ্য জানায় পিএসজি। শুরু থেকেই, জিরোনার ওপর চাপ তৈরি করে খেলতে থাকে পিএসজি। পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখে এবং ২৪ শট নিয়ে আধিপত্য দেখায় পিএসজি। কিন্তু তাদের হতাশ করে জিরোনার একরোখা রক্ষণভাগ। রক্ষণ ভেঙে; বারবার আক্রমণাত্মক হয়ে ওঠে, ফরাসি ক্লাবটি। তবে, গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। ফলে, গোলশুন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জিরোনা। ৫২ মিনিটে সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। ৫৬ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন উসমান দেম্বেলে। প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েও শেষ পর্যন্ত ভারসাম্য রক্ষা করতে পারেননি তিনি। খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছিলো; তখনই নুনো মেন্দেসের নিচু ক্রস গাজ্জানিগার হাত ফসকে দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায়। আত্মঘাতী গোলের কল্যাণে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়