শিরোনাম
◈ পুলিশের সভায় ক্ষুব্ধ আসিফ আকবরের ভিডিও ভাইরাল! ◈ ২৩ বছ‌রের ক্রিকেটার সাই সুদর্শন ভে‌ঙে দি‌লেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড ◈ যুদ্ধ হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে ◈ বা‌র্সেলোনার অ‌ধিনায়ক সাত মাস পর মাঠে ফিরছেন ◈ সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান ◈ এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশীকে ফেরত এনেছে বিজিবি ◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্ণবাদের শিকার হলে মাঠ ছাড়বে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক: কয়েক মৌসুম ধরেই স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষ সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছেন ভিনিসুস জুনিয়র। এইসব ঘটনায় তোলপাড়ও হয়েছিল বেশ। তবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জানিয়েছেন, এবারের মৌসুমে ম্যাচের সময় বর্ণবাদী আক্রমণের শিকার হলেই তিনি ও তার রিয়াল মাদ্রিদ সতীর্থরা মাঠ ছেড়ে চলে যাবেন।
গত মৌসুমে ভালেন্সিয়ার মাঠে ভিনিসুসের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ায় ফুটবল বিশ্বে বেশ তোলপাড় হয়েছিল। সেদিন প্রায় ১০ মিনিটের মতো ম্যাচ বন্ধ ছিল। এরপর প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই রিয়াল ফরোয়ার্ডকে। - অলআউট স্পোর্টস

এই ঘটনায় বিশ্বের অনেকেই ভিনিসুসের পাশে দাঁড়ান। পরবর্তীতে ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদ- দেয় স্পেনের একটি আদালত। লা লিগা কর্তৃপক্ষ জানায়, ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনায় সেবারই প্রথম কোনো সাজা দেওয়ার ঘটনা ঘটে।

ভালেন্সিয়ার মাঠ ছাড়াও বার্সেলোনা, মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ ও সেভিয়ার ঘরের মাঠেও বিভিন্ন সময় বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসুস। তবে নতুন মৌসুমে এরকম কিছু হলে রিয়াল অন্য পথ বেছে নেবে বলে জানান তিনি।
বুধবার সিএনএন-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী এই তারকা বলেন, ক্লাবে আমরা এটা (বর্ণবাদ) নিয়ে প্রায়ই কথা বলি। শুধু আমি নই, সব খেলোয়াড়ই বলেছে, এরপর এমন কিছু ঘটলে সবাইকে মাঠ ছাড়তে হবে। তাতে আমাদের অপমান করা লোকজনকে আরও বড় খেসারত দিতে হবে।

ভালেন্সিয়ায় যা ঘটেছিল, ম্যাচ শেষে সবাই বলেছিল, মাঠ ছেড়ে যাওয়াই হবে সঠিক কাজ। কিন্তু আমরা একটি দলের প্রতিনিধিত্ব করছি। স্টেডিয়ামে উপস্থিত সবাই তো আর বর্ণবাদী নন। কেউ কেউ হয়তো শুধু ম্যাচটাই দেখতে এসেছেন। ম্যাচ শেষ করা সব সময়ই খুব কঠিন। কিন্তু যা কিছু ঘটছে এবং দিন দিন পরিস্থিতি যেহেতু আরও খারাপ হচ্ছে, তাই আমাদের মাঠ ছেড়ে যাওয়া প্রয়োজন, যেন তাড়াতাড়ি এই পরিস্থিতির পরিবর্তন ঘটে।

এর আগে তথ্য প্রমাণসহ একাধিকবার বর্ণবাদী আচরণের বিরুদ্ধে স্থানীয় প্রসিকিউটরদের কাছে অভিযোগ করে লা লিগা কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে বিভিন্ন সময় কোনো প্রকার অভিযোগ গঠন করেনি তারা। তাই লিগ কর্তৃপক্ষ স্প্যানিশ সরকারের কাছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন পাল্টানোর অনুরোধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়