শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ো ভায়েকানোনের বিরুদ্ধে কষ্টের জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: সমানতালে লড়েও শেষ রক্ষা হলো না রায়ো ভায়েকানোর। অপরদিকে বার্সেলোনা যার পরনাই লড়ে জয়ের বন্দরে পৌঁছায়। রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো কোচ হান্সি ফ্লিকের দল। শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভায়োকানো।

এই ধারাবাহিকতায় নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডি-বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লোপেস। ১৯ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা।

ইনিগো মার্তিনেসের শট ঠেকিয়ে দেন ভায়োকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে লামিন ইয়ামালের শটও ঠেকিয়ে দেন তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, ফেরান তোরেসের জায়গায় ওলমোকে মাঠে নামান ফ্লিক। এতে দলের আক্রমণে ধার বাড়ে। ৬০ মিনিটে বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন পেদ্রি।

এরপর ম্যাচের ৭১ মিনিটে, ভায়োকানোর জালে বল পাঠান লেভানদোভস্কি, কিন্তু ফাউল হলে ভিএআরে গোল বাতিল করেন রেফারি। ৮২ মিনিটে ইয়ামালের পাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে জয় সূচক গোল করেন দানি অলমো। ২০১৮ সালের পর এই প্রথম ভায়োকানোর মাঠে লা লিগার ম্যাচ জিতলো বার্সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়