শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৪, ১২:১৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে ব্রেন্টফোর্ডকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক: জিতেই চলেছে লিভারপুল। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রেখেছে। অ্যানফিল্ডে দিয়াস ও সালাহর দুর্দান্ত গোলের সুবাদে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। এর ফলে জয় দিয়েই অভিষেক রাঙ্গালেন ম্যানেজার আর্নে স্লট।

রোববার (২৫ আগস্ট) রাতে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের কাছেই। তাই তো ১৩ মিনিটেই দিয়াজের গোলে এগিয়ে যায় দলটি। কাউন্টার অ্যাটাক থেকে কোনাকুনি শটে মৌসুমের প্রথম গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড। বিরতির পরই ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে লিভারপুল। ৪৭ মিনিটে অ্যান্ডি রবার্টসনের হেড আটকে দেন গোলরক্ষক। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে চেষ্টা করতে থাকে ব্রেন্টফোর্ড। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর আবারও প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় লিভারপুল। ৫৬ মিনিটে ভালো একটা সুযোগ তৈরি করলেও জালের দেখা পাননি নাথান কলিন্স। অবশেষে ম্যাচের ৭০তম মিনিটে প্রতিপক্ষের ছোট এক ভুলের সুযোগে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। দিয়াসের পাস পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

উল্লেখ্য, লিগে দুই রাউন্ড শেষে লিভারপুলের পয়েন্ট ৬। সমান দুটি করে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি, ব্রাইটন ও আর্সেনালও। আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে অল রেডস বাহিনী। খেলাটি হবে ওল্ড ট্র্যাফোর্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়