শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০১:২৩ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুটানের বিরুদ্ধে দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভুটানের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য  ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দল ঘোষণা করে কোচ হাভিয়ের কাবরেরা। তবে এই দলে জায়গা হয়নি গোলকিপার আনিসুর রহমান জিকোর। ফলে গোলবারের দায়িত্ব সামলাবেন মিতুল মার্মা। এছাড়া বাকি দুই গোলকিপার হলেন মোহাম্মদ হোসেন সুজন ও মো. পাপ্পু হোসেন।

ভুটানের থিম্পুতে ম্যাচ দুটি হবে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলে কোনো ক্লাব না পাওয়া জামাল ভূঁইয়া রয়েছেন দলে। তিনি বর্তমানে অবস্থান করছেন ডেনমার্কে। তাই বিমানের টিকিট পাঠিয়ে ২৬ আগস্ট ঢাকায় আনা হচ্ছে তাকে। কাবরেরার প্রাথমিক দলে এই প্রথম একসঙ্গে ডাক পেয়েছেন দুই ভাই মোহাম্মদ হোসেন সুজন (মোহামেডান) ও পাপ্পু হোসেন ( ব্রাদার্স)। দু’জনই গোলকিপার। এ ছাড়া প্রথমবার ডাক পেয়েছেন ফর্টিস এফসির দিদারুল আলম।

মেহেদী হাসানের সঙ্গে রক্ষণভাগে খেলবেন রহমত মিয়া, ঈসা ফয়সাল ও সাকিল হোসেন। মাঝমাঠের দায়িত্বে থাকবেন হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম, জামাল ভূঁইয়া ও জায়েদ আহমেদ। আক্রমণভাগে খেলবেন আকরাম ফয়সাল আকাশ। তার সঙ্গে থাকবেন শাহরিয়ার ইমন।

১৪ জনের দলে নেই বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়। তাই কিংস ঘরোয়া লিগের জন্য প্রস্তুতি শুরু করেছে। ফিফা প্রীতি ম্যাচ হওয়ার আগে এখনই তারা খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ছাড়ার নিয়ম। তবে জানা গেছে, কিংসের খেলোয়াড়েরা সরাসরি ৩০ আগস্ট বাংলাদেশ দলের সঙ্গে বিমানবন্দরে যোগ দেবেন। 

আগামী সোমবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। ঘোষিত ১৪ জনের দলকে নিয়েই শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। পরে যোগ দেবেন অন্য ফুটবলাররাও। চূড়ান্ত দল আগামী ২৯ আগস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। 

তিনি বলেন, আপাতত ১৪ জন ফুটবলারকে নিয়েই আমরা প্রস্তুতি শুরু করবো। ভুটানের উদ্দেশ্যে আমরা রওনা দেবো আগামী ৩০ আগস্ট। এর আগে ২৯ আগস্ট পুর্নাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়