শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০১:০৬ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত হেরেই গেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: সমানতালে লড়াই করেও জয়ের দেখা পেলো না ম্যানচেস্টার ইউনাইটেড। একাধিক গোলের সুযোগ নষ্ট হওয়ায় শেষ পর্যন্ত হারকেই সঙ্গী করতে হলো তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে কোচ এরিক টেন হাগের দল। ঘরের মাঠে ব্রাইটনের হয়ে গোল দুটি করেন ড্যানি উইলব্যাক ও জোয়াও পেদ্রো। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন আমাদ দিয়েলো।

মাঠে বল দখলে আধিপত্য ছিল ম্যান ইউ। তবে স্বাগতিকরাই আগে লিড পায়। ম্যাচের ৩২ মিনিটে কৌরু মিতোমার পাস থেকে বল নিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ড্যানি উইলব্যাক। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাইটন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউনাইটেডকে সমতায় ফেরান আমাদ। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে মাজরাউইয়ের পাশ থেকে বল জালে পাঠান আইভেরি কোস্ট ফরোয়ার্ড। ৭০ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছিল ইউনাইটেড। আলেহান্দ্রো গার্নাচোর শট ঠেকিয়ে দিলে ফিরতি বল পান জসুয়া জির্কেজি। তবে এবার বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়েন এই ফুটবলার। ভিএআর গোল বাতিল করে দেয়। এতে লিড পেতে ব্যর্থ হয় রেড ডেভিলসরা।

ম্যাচের শেষ দিকে নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে জয়সূচক গোলটি পায় ব্রাইটন। সিমন আন্দিগ্রার পাস থেকে গোল করেন জোয়াও পেদ্রো। এতেই জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়