শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরে ভুটানের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভুটানের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আগেই পাকাপোক্ত করে রেখেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কথা হয়েছিলো সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি খেলার। সেগুলো এখন চূড়ান্ত রূপ নিলো। ভুটানে গিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে। এতথ্য নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বাংলাদেশ চেয়েছিল ঘরের মাঠে ম্যাচ দুটি খেলতে কিন্তু দেশের চলমান পরিস্থিতি উল্লেখ করে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল ভুটান। যেকারণে বাংলাদেশে আসতে রাজি হয়নি তারা। এর আগে গত রোববার ইমরান হোসেন জানিয়েছিলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কার জায়গা থেকেই ভুটান এদেশে আসতে চাচ্ছিল না।

শেষ পর্যন্ত সেটাই হলো। এই উন্ডোতে ম্যাচ খেলার সুযোগ হাত ছাড়া করতে রাজি নয় বলেই প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলতে রাজি হয়েছে বাংলাদেশ। ভুটান জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে ৫ ও ৮ সেপ্টেম্বর। ৩০ আগস্ট সেদেশে যাবে বাংলাদেশ দল।

আগামী বছর এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। ডিসেম্বরে হবে বাছাইয়ের ড্র। সেখানে চার নম্বর পটে আছে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে এগোতে পারলে তিন নম্বর পটে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। সেই ভাবনা থেকেই ঘরের মাঠে ভুটানের বিপক্ষে খেলতে চেয়েছিল বাংলাদেশ।

কিন্তু সেটা আর হলো না। প্রতিপক্ষের মাঠে এখন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে হাভিয়ের কাবরেরার দলকে। যদিও সবশেষ দেখায় গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিলেন জামাল ভুঁইয়ারা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে ভুটান আছে ১৮২ তম স্থানে। আর বাংলাদেশ ১৮৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়