শিরোনাম
◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর?

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১২:৫৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিক ফুটবল

কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে সেমিতে স্পেন

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিস্পিকের কোয়ার্টার ফাইনালে জাপানকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ চারের ম্যাচে ৫ আগস্ট মরক্কোর মুখোমুখি হবে স্প্যানিশরা। শুক্রবার রাতে ফার্মিন লোপেজের জোড়া গোলে জাপানকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন।

প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে এশিয়ার পতাকা উঁচিয়ে রেখেছিল জাপান। কোয়ার্টার ফাইনালে একমাত্র দেশ ছিল ব্লু সামুরাইরা। শেষ পর্যন্ত তারাও বিদায় নিলো প্যারিস অলিম্পিকের এই আসর থেকে।

গত অলিম্পিকে সেমিফাইনালে এই স্পেনের কাছেই হেরে বিদায় নিয়েছিলো জাপান। এবার সেই দলের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে হেরে তাদের বিদায় নিতে হলো। বার্সেলোনার মিডফিল্ডার ফার্মিন লোপেজের জোড়া ও জিরোনার আবেল রুইজ ওর্তেগার গোলে বড় জয় পায় স্পেন।
 
জাপানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। ম্যাচের ১১ মিনিটে দলকে এগিয়ে দেয় লোপেজ। প্রথমার্ধে আর কোনও গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধেও জাপানকে বেশ চাপে রাখে শুরু থেকেই।
 
ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন লোপেজ। ২-০ গোলে এগিয়ে থেকেও গোলের খুদা মিটেনি তাদের। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ায় আবেল রুইজ। তার গোলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। আগামী ৫ আগস্ট সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে স্পেন।  সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়