শিরোনাম
◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায়

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক নারী ফুটবল, তারপরও কানাডা আশাবাদী পরবর্তী রাউন্ড নিয়ে

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে টানা দুই ম্যাচ জয় কানাডার। তারপরও পয়েন্টের ভাণ্ডার শূন্য দলটির। পয়েন্ট টেবিলে অবস্থান বেশ নাজুক। ড্রোনের সহায়তায় অন্য দলের অনুশীলনে গুপ্তচরবৃত্তির দায়ে দলটির ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন অবস্থা। তারপরও কানাডা আশা ছাড়ছে না। তৃতীয় ম্যাচ জিতে তারা পরবর্তী রাউন্ডে যেতে চায়।

প্রথম ম্যাচে কানাডা ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রোববার রাতে তারা ফ্রান্সকে একই ব্যবধানে হারায়। শেষ ম্যাচে কলাম্বিয়ার মুখোমুখি হবে তারা। আগামী ৩১ জুলাই এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বর্তমান চ্যাম্পিয়ন কানাডা এবারের আসরেরও ফেভারিট। মোট ১২টি দল নারী ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করছে। চারটি করে দল নিয়ে তিনটি গ্রুপ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এছাড়া গ্রুপে তৃতীয় হওয়া সেরা তিন দলের দুটো দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কানাডা এখন সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার চেষ্টা করছে।

এমন সমীকরণ সামনে রেখে সফল হওয়া কঠিন ব্যাপার। স্বাগতিক ফ্রান্স কানাডার সেই সম্ভাবনা কঠিনই করে তুলেছিল। প্রথমার্ধের শেষ সময়ে কাতোতোর গোলে ফ্রান্স এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। দারুণ নাটকীয়তায় তাদেরকে হারিয়ে কানাডা শেষ আটে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে। 

৫৮ মিনিটে হেমিংয়ের গোলে কানাডা সমতা ফিরিয়ে আনে। তবে শেষ আটে জায়গা করে নেওয়ার জন্য সমতা যথেষ্ঠ ছিল না। বরং জয়ের বিকল্প ছিল না। ইনজুরি সময়ের দ্বাদশ মিনিটে সেই কাঙ্খিত গোলটি পেয়ে যায় কানাডা। জিলেস করেন গোলটি। 

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়