শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির দেশি কোচদের সর্বোচ্চ বেতন ৩ লাখ, সর্বনিম্ন ২৫ হাজার

স্পোর্টস ডেস্ক: টাইগার দলে বিদেশি কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুণতে হয় মোটা অঙ্গের টাকা। বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বেতন প্রতি মাসে ৩৫ লাখ টাকার বেশি।

কিন্তু ঘরোয়া ক্রিকেটে নাম মাত্র বেতন পান দেশি কোচরা। এবার তাদের বেতন সর্বনিম্ন ২৫ হাজার এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা করেছে বিসিবি। ২ জুলাই বিসিবির সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে বিসিবির অধীনে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে ৯৫ জন কোচ কাজ করছেন। চার শ্রেণিতে থাকা এই কোচদের মাসিক বেতন ১৪-১৫ হাজার  থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার টাকার মতো। -প্রথম আলো

তবে বিসিবির সর্বশেষ সভায় কোচদের চারটি শ্রেণিতে ভাগ করার পাশাপাশি তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বাড়ানোর পরও কোচদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার টাকার মতো, সর্বোচ্চ প্রায় ৩ লাখ টাকা। অবশ্য দুই থেকে তিন লাখ টাকা বেতন পাওয়া কোচের সংখ্যা দুই একজন।

কোচদের বেতন বাড়ানো নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, আমরা অনেক দিন ধরেই কোচদের গ্রেড ঠিক করা, বেতনকাঠামো ঠিক করা নিয়ে কাজ করছি। জেলা পর্যায়ে কোচদের বেতন খুবই কম ছিল। এখন গ্রেডিং সিস্টেম করে বেতনও বাড়ানো হলো। পরে পারফরম্যান্সের ভিত্তিতে কোচদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। 

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়