শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও)

রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী অবস্থান এবং আসন্ন নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ফেনীতে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক সংস্কার জোট আয়োজিত সমাবেশে তিনি বলেন, নির্দিষ্ট কয়েকটি আসনের লোভে কিছু রাজনৈতিক দল নিজেদের আদর্শ ও মার্কা বিক্রি করে কার্যত অস্তিত্ব বিলীন করে দিচ্ছে, যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

বক্তব্যের শুরুতে হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যালট বিপ্লবের প্রত্যাশা থাকলেও পরিস্থিতি এখন বুলেট বিপ্লবের দিকে মোড় নিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বিদেশ থেকে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, জুলাই আন্দোলনের যোদ্ধারা যেকোনো অপশক্তি রুখে দিতে প্রস্তুত। বর্তমান সময়ের চাঁদাবাজি ও নৈরাজ্যের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, বিগত দেড় বছর ধরে যা চলছে তা কেবল ‘ট্রেলার’, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের মানুষ এর পূর্ণাঙ্গ জবাব দেবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কঠোর সমালোচনা করে এই নেতা বলেন, অতীতে পুলিশ ও প্রশাসন রেফারির পরিবর্তে রাজনৈতিক দলের খেলোয়াড় হিসেবে কাজ করেছে। বর্তমানে লটারির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রমও সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি তাদের কোনো দলের অনুসারী না হয়ে ‘বাংলাদেশমুখী’ হওয়ার আহ্বান জানান। অন্যথায় তাদের পরিণতি সাবেক বিতর্কিত কর্মকর্তাদের মতো হবে বলেও তিনি সতর্ক করে দেন।

শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদির জানাজায় জনতার বিশাল উপস্থিতিই তার গ্রহণযোগ্যতার প্রমাণ দেয়। অথচ হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি হাদিকে নিয়ে কটূক্তিকারীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান এবং এই হত্যার নেপথ্যে যারা বিদেশে বসে নীল নকশা সাজিয়েছেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এছাড়াও এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা সমাবেশে অংশ নিয়ে হাদি হত্যার বিচার ও রাজনৈতিক সংস্কারের দাবিতে সংহতি প্রকাশ করেন। উৎস: নিউজ24 ও সময়নিউজটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়