শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর শেষ দিনের প্রচারণা ◈ শিশুদের ডায়াবেটিস— ভবিষ্যতের জন্য বড় সতর্কবার্তা ◈ জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, হলো যে আলোচনা ◈ নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছেন: মির্জা ফখরুল ◈ বাংলাদেশে চলছে পূর্ণ চন্দ্রগ্রহণ, রক্তিম রূপ ধারণ করেছে ‘চিরচেনা চাঁদ’ (ভিডিও) ◈ শেরপুরে দোজা পীরের পরিত্যক্ত  ভবন থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ ইনসাফের পক্ষে থাকলেই সে এনসিপির—হাসনাত আবদুল্লাহ ◈ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল ◈ আরও বাড়লো স্বর্ণের দাম ◈ নতুন কূপের সন্ধান হবিগঞ্জে, মিলবে ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক,দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হোক : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির  অন্যতম সদস্য মির্জা আব্বাস গণঅধিকার পরিষদের সণাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন। 

তিনি বলেন, নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিক্যালে আহত নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের  তিনি বলেন, দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলা হলেও এখনো তাকে পাঠানো হয়নি। এতে আমরা হতাশ। দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হোক, যেন সে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, টার্গেট করে কিছু কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারকে দেখতে হবে, এসব ঘটনা কোথা থেকে পরিচালিত হচ্ছে। যদি সরকার এসব বন্ধ করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা আর কমান্ড ধরে রাখতে পারছে না।

সম্প্রতি মাজার ভাঙা ও দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার ঘটনাগুলোর কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচন সামনে রেখে এরকম আরও অনেক কিছু ঘটতে পারে, যাতে করে নির্বাচন না হয়। একটি শ্রেণি চাচ্ছে নির্বাচন যাতে না হয়। 

সরকারকে দায়ী করে তিনি বলেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না; বরং অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। সরকারকে এসব বিষয়ে আরও সর্তক হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়