মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা (পিআর সিস্টেম) চালুর দাবি কিছু রাজনৈতিক দলের অযৌক্তিক দাবি।
বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ঐক্যমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দলের সদস্যও তিনি।
নজরুল ইসলাম খান বলেন, “পিআর পদ্ধতি আসলে কী? জনগণকে কখনো কি জিজ্ঞেস করা হয়েছে তারা এ ধরনের ব্যবস্থায় রাজি কি না? এই পদ্ধতিতে ভোটাররা কোনো প্রার্থীকে নয়, দলকে ভোট দেবেন এবং দল এমপি মনোনীত করবে। এতে এলাকার নির্দিষ্ট কোনো এমপি থাকবে না। জনগণের মতামত ছাড়া এমন দাবি সন্দেহজনক ও অযৌক্তিক।”
তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি মানলেও তা এখনই বাস্তবায়ন সম্ভব নয়। সংবিধান সংশোধন ছাড়া এই ব্যবস্থা কার্যকর করা যাবে না। আর সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হাতে। কাজেই এ ব্যবস্থা পরবর্তী নির্বাচনের আগে কার্যকর করা সম্ভব নয়।”
নজরুল ইসলাম খান বলেন, “যেকোনো প্রস্তাব ভালো হোক বা খারাপ— যতক্ষণ না জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, ততক্ষণ তা কার্যকর হতে পারে না।”
ইভিএম প্রসঙ্গে
তিনি আরও বলেন, “আমাদের দেশে ব্যালট পেপারে ভোট দেবেন নাকি ইভিএমে দেবেন— এ নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এমন একটি ইস্যুতেই যদি এত মতবিরোধ থেকে যায়, তবে নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা জনগণের মধ্যে গ্রহণযোগ্য হবে না।”
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, মাহবুবে রহমান শামীম, জিকে গউস, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, শামা ওবায়েদ ও শাহিন শওকত উপস্থিত ছিলেন।