শিরোনাম
◈ প্রশাসনে পদোন্নতির হিড়িক: তিন স্তরে বড় রদবদলের প্রস্তুতি ◈ জুলাই অভ্যুত্থান: রাজধানীর ৫০ থানায় কত মামলা ◈ ’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম ◈ জনগণের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে: তারেক রহমান ◈ প্রবাসীদের ভোটার নিবন্ধনে অগ্রগতি: নয়টি দেশে কার্যক্রম চলমান, শীর্ষে আরব আমিরাত ◈ ট্রাম্পকে সামলাতে মোদিকে গোপনে পরামর্শ দেবেন নেতানিয়াহু ◈ আরব আমিরাতের বিমানে বোমা হামলা, নিহত ৪০ (ভিডিও) ◈ জাতীয় পার্টির বিভক্তি স্পষ্ট: জিএম কাদেরকে বাদ দিয়েই কাউন্সিলের ডাক ব্যারিস্টার আনিসুলের ◈ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে এখনো সক্রিয় হাসিনার অনেক পুলিশ-সচিব: জয়নুল আবদিন ফারুক (ভিডিও) ◈ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আটক ১,১৩৬ বাংলাদেশি সম্পর্কে পার্লামেন্টে দিলেন ভয়াবহ তথ্য

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০২:১২ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

মাঠের মিত্রদের নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি, ৩১ দফার ভিত্তিতে হবে জাতীয় সরকার

মহসিন কবির: বিএনপি জনগণের ভোটে বিজয়ী হলে সব দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় দলটি। দলের শীর্ষ নেতৃত্বের এই চাওয়া অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিত্রদের মাঝে আলাপ-আলোচনার ভিত্তিতে আসন বণ্টন করবে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মিত্রদের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি ইসলামপন্থি ও বামপন্থি রাজনৈতিক দলকেও তাদের নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বিএনপি। তবে এ প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাখার বিষয়ে এ পর্যন্ত কোনো ভাবনা নেই দলটির।

জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ভিত্তিতে সেই সরকার পরিচালিত হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ আগেই এ বিষয়ে ঘোষণা দিয়ে রেখেছেন। মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি কীভাবে সুরাহা হবে? এমন প্রশ্নে তিনি বলেন, এটা হবে আলোচনার ভিত্তিতে।

গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে করার ঘোষণা দেন। এরপর গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কমিশনকে চিঠি পাঠিয়ে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে সংশয় ছিল, তা অনেকটাই কেটে গেছে।

প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিক থেকে কোনো আপত্তি আসেনি। বরং অনেক দলই প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এ অবস্থায় যে বিষয়ে সর্বাধিক আলোচনা হচ্ছে, সেটি হলো- জুলাই গণ-অভ্যুত্থানে পতিত এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে আসন্ন নির্বাচনকে ঘিরে ঘুরে দাঁড়ানো কোনো অবস্থাতেই সম্ভব নয়। এ অবস্থায় নির্বাচনের সমীকরণ কী হবে- এ নিয়ে চলছে নানা মহলের হিসাব-নিকাশ। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মাঠের যে চিত্র তাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি বড় ব্যবধানে জয়লাভ করবে। সে ক্ষেত্রে বড় প্রশ্ন- বিএনপি সরকার গঠন করলে প্রধান বিরোধী দল হবে কারা?

জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামানের মতে, নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রধান বিরোধী দল ঠিক করবে জনগণ। তিনি আমাদের সময়কে বলেন, প্রধান বিরোধী দলের বিষয়টি নির্ভর করবে ভোটারদের মনোভাবের ওপর। জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হবে, সেটার ওপর জোটের হিসাবটাও অনেকটা নির্ভর করছে। নির্বাচন যত এগিয়ে আসবে, ততই পরিষ্কার হয়ে যাবে- কোন দল জনমতের কতটা কাছে যেতে পারছে। এ ক্ষেত্রে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে নির্বাচনের গতি-প্রকৃতি কোন দিকে যায়, সেটি অনুধাবনে।

বিএনপিসূত্রে জানা গেছে, বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক মনে করছে দলটি। এ ক্ষেত্রে একক প্রার্থী চূড়ান্ত করা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আসনভিত্তিক দুই দফা জরিপ চালিয়েছে বিএনপি। জরিপে দলীয় প্রার্থী ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতাদের জনপ্রিয়তার বিষয়টি তুলে আনা হচ্ছে। তুলে আনা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থানও।

জানা গেছে, জামায়াতে ইসলামী ইতোমধ্যে ২৯৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গণঅধিকার পরিষদও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নতুন দল এনসিপিও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে নেই। দলটির অন্তত ৪০ জন সম্ভাব্য প্রার্থী নিজ এলাকায় যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন।

বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের নেতারা মনে করছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচনী মাঠে মিত্রদের মাঝে আসন বণ্টন করা হলেও খুব একটা লাভ হবে বলে মনে হয় না। কারণ হিসেবে তারা বলেন, বিএনপি নেতাদের নির্বাচনী এলাকাগুলোতে যে জনপ্রিয়তা আছে, তার বিপরীতে মিত্ররা ধারেকাছেও নেই। এ অবস্থায় সমমনাদের জন্য বিএনপির ছেড়ে দেওয়া আসনে বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে অধিকাংশ আসনেই মিত্রদলের প্রার্থীদের জয়লাভ করা কঠিন হবে।

বিএনপির মিত্রদলের গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, রাজনীতির অবস্থা এমন হয়েছে যে, ৩০০ আসনের মধ্যে অধিকাংশতেই বিএনপি মনোনীত অথবা মিত্রদের জন্য ছেড়ে দেওয়া আসনে তাদের নেতারাই জয়লাভ করবেন। এমনটা হলে জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল পাওয়া কঠিন হবে। এসব বিষয় নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তারা আলোচনা করবেন বলে জানান ওই নেতা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে দেশের ডান, বাম ও ইসলামপন্থি রাজনৈতিক দলগুলো। এর সঙ্গে নতুন করে যুক্ত হয় জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্রদের দল এনসিপি। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা বলেন, এসব রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো দূরত্ব বাড়াতে চান না। মধ্যপন্থি দল হিসেবে রাজনীতির ধারা চালু রাখতে চান।

সম্প্রতি ছারছীনা দরবার শরিফের পীর হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এর আগে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা বিভিন্ন ইসলামি দলের সঙ্গে বৈঠক করেন। এগুলো নির্বাচনের কৌশল কিনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি দক্ষিণপন্থাও না, উত্তরপন্থাও না; বিএনপি হচ্ছে বাংলাদেশের পন্থা ও মধ্যপন্থাতে বিশ্বাসী। দেশের সব রাজনৈতিক দল, সব রাজনৈতিক শক্তি এবং সব জনগণের প্রতিনিধিত্বকে নিয়ে যারা রাজনীতি করে, আমরা দলের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলছি। কারণ বিএনপি গণমানুষের দল। সেই হিসাবে সব দলের নেতৃবৃন্দের সঙ্গেই আমরা আলাপ-আলোচনা করতে চাই।

বিএনপি নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে এমন একটি পরিবেশ তৈরি করতে চান, যেখানে একদল আরেক দলের শত্রু হবে না। রাজনীতিতে যাতে পরমতসহিষ্ণুতা বজায় থাকে, তিনি তেমন পরিবেশ তৈরি করতে চান। বিভিন্ন সভাসমাবেশে তার দেওয়া বক্তব্যেও এটি উঠে এসেছে।

গত বুধবার এক সমাবেশে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের উদ্দেশে তারেক রহমান বলেন, বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে। কিন্তু সেই ভিন্নমত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থেই সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মনোভাবের মাঝে আজ শুক্রবার মিত্র রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুরু হচ্ছে তার বৈঠক। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠেয় এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তারেক রহমান। প্রথম দিনে ১২-দলীয় জোট, ১১ দলের সমন্বয়ে গঠিত জাতীয়তবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিতীয় দিন আগামীকাল শনিবার পাঁচ-দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করবেন তিনি। অন্যান্য মিত্র দলের সঙ্গেও বৈঠক করবেন তারেক রহমান।

আগামীকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জোটগতভাবে একটা অনলাইন বৈঠক রয়েছে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদু রহমান মান্না বলেন, এখানে জোট থেকে কেউ নির্বাচনী আলাপ করতেই পারেন। তা ছাড়া তারেক রহমান নিজ থেকেই বলেছেন- নির্বাচনের পর সবাইকে নিয়ে জাতীয় সরকার করবেন। এ নিয়ে আমরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করলেও সবাই মনে করেছি আইডিয়াটা ভালো। সেই হিসাবে একটি সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে একসঙ্গে কাজ করার লক্ষ্য বা চিন্তা আমাদের আছে। এ কথাটা আমি সবার সঙ্গে কথা বলে বলছি না। আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছি।

১২-দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলে, নির্বাচনের অনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। ১২-দলীয় জোট দীর্ঘদিন ধরে বিএনপির পরীক্ষিত মিত্র। নির্বাচন নিয়েই হয়তো আলোচনা হবে। তিনি আরও বলেন, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী, তাদের নিজ এলাকায় কাজ করতে এবং সেখানে জনমত তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জোট নেতারা বৈঠক করেছেন। জানা গেছে, পরিবেশ পেলে বৈঠকে তারা সম্ভাব্য প্রার্থীদের নামও তুলে ধরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়