শিরোনাম
◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল

বিএনপিও সংস্কার চায় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য যে সরাকারের কিছু মানুষ এটা অন্যভাবে দেখানোর চেষ্টা করছেন। এছাড়া প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট তৈরি হচ্ছে। এতে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

 সব জটিল হয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপির সংগ্রাম ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনা, কিন্তু সেটা এখনও আনতে পারিনি। প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট তৈরি হচ্ছে। এতে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে।
 
বিএনপিও সংস্কার চায় জানিয়ে তিনি বলেন, সংস্কার হলেই তারপর নির্বাচন হবে বলে বলা হচ্ছে। সংস্কার নিয়ে অনেকে এমন কথা বলছে, যাতে মনে হচ্ছে বিএনপি সংস্কারবিরোধী। কিন্তু বিএনপি বহু আগেই সংস্কারের কথা বলেছে।
 
 এমন অবস্থা করেছে যে, বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না, বিএনপি শুধু ক্ষমতা চায়! হ্যাঁ, বিএনপি ক্ষমতা চায়, বিএনপি তো ক্ষমতার জন্যই রাজনীতি করে। দলের গঠনতন্ত্রে তো লেখাই আছে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। নির্বাচন চাইবে বিএনপি, কারণ বিএনপি জনপ্রতিনিধিত্বমূলক সংসদ ও সরকার করতে চায়, যারা জনগণের সমস্যা সমাধান করবে’, যোগ করেন মির্জা ফখরুল।
 
বিএনপি মহাসচিব বলেন, সংস্কার তো চলমান প্রক্রিয়া। এটি ৫ বা ১০ বছর সময় লেগে যেতে পারে। তাহলে কি ১০ বছর নির্বাচন হবে না? তাহলে কি প্রশাসেন বসে থাকা ফ্যাসিবাদের দোসর আমলাদের দিয়ে ১০ বছর দেশ চলবে? সচিবালয়ের ৯০ শতাংশই ফ্যাসিবাদের দোসর। তাদের দিয়েই বর্তমানে দেশ চলছে। অনির্দিষ্টিকালের জন্য অনিশ্চিত অন্তর্বর্তী সরকার দিয়ে দেশ পরিচালনা জনগণের জন্য কি উপকারে আসবে?
 
ফখরুল প্রশ্ন রেখে বলেন, অনির্দিষ্ট অনিশ্চিত সরকার কি মানুষের উপকারে আসে? অর্থনীতির কি পরিবর্তন হচ্ছে? ইনভেস্টমেন্টের কি পরিবর্তন হয়েছে? অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। অনেকে বলেছেন নির্বাচিত সরকার ছাড় ইনভেস্ট করবে না।
 
তিনি বলেন, ১৫ বছরে যারা ব‍্যবসা করতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারেননি। ব‍্যাংকে ডিসিপ্লিন বলতে কিছু নেই। স্বাস্থ্যসেবার কোনো রকম পরিবর্তন নেই। কথা বলা দরকার নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। সেটি করতে হলে কোথায় কোনো ভুল যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এখন ভাবখানা এমন বিএনপি কিছুই করেনি। বিএনপি চেয়ারপারসন ফিরে এসেছেন। তাকে দেখে আশার আলো সঞ্চার হয়েছে।
 
 তিনি আরও বলেন, এমন কোনো কাজ করবেন না, যা জাতির বিরুদ্ধে যাবে। অনেক কাজ করছেন, যা জাতি জানে না। তার জন্য কারও সঙ্গে আলাপ করা হয়নি। প‍্যাসেজ দেবেন, কারও সঙ্গে কথা বলতে হবে। আমরা বাধা নই, দরকার হলে সামনে এসে দাঁড়াবো। কিছু পণ্ডিতকে বসিয়ে যদি চিন্তা করেন যে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন, তবে তা কখনোই সম্ভব হবে না। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়