শিরোনাম
◈ ‌‘ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে’ ◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি ◈ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী ◈ কুমিল্লার বড় ধর্মপুর যেন মাদকের স্বর্গরাজ্য

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২১ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের নয়, বিএনপি সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের দল: প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের নয়,
বিএনপি সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের  দল। যারা বিএনপি সম্পর্কে  মিথ্যাচার করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। মিথ্যার দাঁড়িয়ে কোনো দল বা সরকার টিকে থাকতে পারে না, পালিয়ে যেতে হয় । আওয়ামী লীগও পারে নাই। তাসের ঘরের মতো আওয়ামী সরকার ধ্বসে পড়েছে।

তিনি আজ মঙ্গলবার  সন্ধ্যায় হালুয়াঘাটের জয়রামকুড়ায় গ্রামবাসী আয়োজিত খৃষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে যোগদিয়ে এসব কথা বলেন ।এর আগে তিনি সকালে হালুয়াঘাট ইমেক্স সেন্টারে বড়দিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে আসা গারো সম্প্রদায়ের  নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।এমরান সালেহ প্রিন্স গারো নেতৃবৃন্দকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।

নেতৃবৃন্দ তাকে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে দেন । তিনি বড়দিন উপলক্ষে  দু:স্থ গারো মহিলাদের মধ্যে শীতবস্ত্র উপহার দেন । এছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে জামগড়ায় লিবার্টি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন । তিনি জামগড়া গ্রামে গারো জনগোষ্ঠীর সাথে সাক্ষাৎ করে বড়দিনের শুভেচছা বিনিময় করেন ।

এসব অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স সকলকে তার নিজের এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে বড়দিনের শুভেচছা জানিয়ে বলেন, বিএনপি ধর্ম যার যার , রাষ্ট্র সবার নীতি এবং সকল ধর্মের স্বাধীনতা ,মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশ্বাসী। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপির এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করলে গারো,হাজংসহ সকল নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে পৃথক অধিদফতর প্রতিষ্ঠা করা হবে।হালুয়াঘাট ও ধোবাউড়ার গারো জনগোষ্ঠীর কৃস্টি,কালচার, ইতিহাস,ভাষা তুলে ধরতে পৃথক যাদুঘর স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়