শিরোনাম
◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যর্থ হয়েছে কর্মসূচি, নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিল আওয়ামী লীগ

দলের নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে দলের পক্ষ থেকে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের প্রতি নির্দেশনা।

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে  নিজেদের পরিকল্পনা ও কথোপকথন, আন্দোলন সংগ্রামের ছবি, নিজেদের বর্তমান লোকেশন (অবস্থান) এবং নিজেদের ব্যবহৃত ফোন নম্বর দেওয়া থেকে বিরত থাকুন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দলের ফেসবুক পেজে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে আওয়ামী লীগ।
ক্ষমতাচ্যুত হওয়ার পর গতকাল রবিবার প্রথমবার কোনো কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। রবিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় তারা। তবে সে কর্মসূচি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের।

দুই এক স্থানে ঝটিকা মিছিল ছাড়া কোথাও নেতাকর্মীদের জমায়েত হতে দেখা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়