শিরোনাম
◈ জোবাইদা রহমান বিএনপির নেতৃত্বে আসবেন, নাকি ফিরবেন পুরনো চিকিৎসা পেশায়? ◈ গোপনে পাকিস্তানি নারীকে বিয়ে, ভিসা লঙ্ঘনে চাকরি গেল ভারতীয় জওয়ানের! ◈ ৮০০ ডলারের নিচের পণ্যে শুল্ক বসাল ট্রাম্প, চাপে তেমু-শেয়েন, বিপাকে ডিজিটাল বিজ্ঞাপন বাজার ◈ "নির্বাচনে ব্যবহার না হলেও দেড় লাখ ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত, হস্তান্তর প্রক্রিয়াও ঝুলে আছে" ◈ এবার পা‌কিস্তা‌নে আই‌পিএল সম্প্রচার নি‌ষিদ্ধ ◈ ইং‌লিশ লি‌গে হে‌রেই গে‌লো আর্সেনাল ◈ টানা ১৪ বারের মতো জয় পেল সিঙ্গাপুরের পিএপি ◈ অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী ◈ কুমিল্লার বড় ধর্মপুর যেন মাদকের স্বর্গরাজ্য ◈ স্প‌্যা‌নিশ লি‌গে ক‌ষ্টের জ‌য়ে এ‌গি‌য়ে গে‌লো বার্সেলোনা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৬ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের নামে কোনো চাঁদাবাজি বা কোনো হুঁমকি-ধামকি দেয়া থেকে বিরত থাকবেন : ড. আসিফ নজরুল

মনিরুল ইসলাম   : নিজের নামে চাঁদাবাজি করা থেকে বিরত থাকতে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ভিডিও বার্তায় ড. আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তুলতে রিকুয়েস্ট করেছে। অনেকে ছবি তুলেছেন। সরকারে আসার আগে এমনও হয়েছে অনেক প্রোগ্রামে গিয়েছি ছবি তুলেছে। এখন আমাকে কয়েকজন জানিয়েছে কেউ কেউ ছবি দেখিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। আবার কেউ কেউ বিভিন্ন কথা বলে নাকি চাঁদা আদায়ের চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, কিন্তু সত্য মিথ্যা জানি না। আমি এর তীব্র প্রতিবাদ করছি।

তিনি বলেন, যারা এ সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন। কোনো অবস্থাতেই আমার কথা বলে কেউ যদি কোনো ধরনের চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাকে পুলিশে ধরিয়ে দিয়ে মামলা করবেন।

উপদেষ্টা আরও বলেন, মামলার প্রথম কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। আমার বন্ধুদের পেজে পাঠিয়ে দেবেন। আমি চেষ্টা করবো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমি বা আমার সরকারের কেউ কোনোরকম অবৈধ কাজকে প্রশ্রয় দেবে না। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন তাদের আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সাথে কোনো অন্যায় করবেন না।

আইন উপদেষ্টা ভিডিও বার্তায় বলেন, আমাদের কারও নাম ব্যবহার করবেন না। আমাদের নামে কোনো চাঁদাবাজি বা কোনো হুঁমকি-ধামকি দেয়া থেকে বিরত থাকবেন। জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়