শিরোনাম
◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৪, ০১:০১ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে ইইউ সহযোগিতা চেয়েছে বিএনপি

শাহানুজ্জামান টিটু: সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েবাংলাদেশে নিযুক্ত ইইউ'র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, এ ব্যাপারে ইইউ'র পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

আমির খসরু বলেন, বাংলাদেশে পটপরিবর্তনের পরে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে। অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে, কোথায় কোথায় সমর্থন দিতে পারে। বাংলাদেশ যে একটি গর্তের মধ্যে দেশটা পড়েছে এর থেকে বের করার জন্য কোন দিকগুলোতে সমর্থন দিলে ভালো হয় এ নিয়ে আলোচনা হয়েছে।‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপি'র এ নেতা বলেন, বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কী, সেগুলো আবার কীভাবে সঠিক জায়গায় আনা যায় সেখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তারা কী ধরনের সহযোগিতা করতে পারে এসব আলোচনা হয়েছে। বিশেষ করে বড় অংশ তাদের দেশে রফতানি হয় এটাকে কীভাবে অব্যাহত রাখতে পারি, সেখানে তাদের কী করা যায়। 

আমির খসরু সাংবাদিকদের জানান, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে তাদের সঙ্গে যে চুক্তি আছে সেই আর্থিক খাতে সংস্কার কী কী করা যায় যাতে আমরা আবারও আর্থিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি মূলত সেসব নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে তো নির্বাচন ছাড়া সুযোগ নেই। সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এছাড়াও বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়