শিরোনাম
◈ ভারতের সঙ্গে ২১০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো বাংলাদেশ ◈ লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: নারীসহ আহত ৯, রেহাই পায়নি মরদেহেও (ভিডিও) ◈ দেশের ১৮ কোটির ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারুক (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ শুধু ইলেকশন দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিইনি: উপদেষ্টা রিজওয়ানা (ভিডিও) ◈ বিশ্বকাপে দেখা যাবে না ভারত–পাকিস্তান ম্যাচ!‌ বড় সিদ্ধান্ত নিতে যা‌চ্ছে আইসিসি ◈ কোরবানি বন্ধের নির্দেশনায় বিতর্ক: শাবাব বিন আহমেদের কলকাতায় নিয়োগ বাতিল, দেশে প্রত্যাবর্তনের নির্দেশ ◈ ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ◈ নতুন পাসপোর্ট করতে মানতে হবে যেসব নিয়ম (ভিডিও) ◈ জেলেনেস্কির পর এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে নাজেহাল করলেন ট্রাম্প! (ভিডিও)

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“জুলাইয়ের সব লড়াকু শক্তিই এখন ক্ষমতার প্রশ্নে অস্থির” — উমামা ফাতেমার হতাশা

জুলাই এর সকল লড়াকু শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন, দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল এক রকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে।

সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাত, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত তাহলে অন্তত ইলেকশনের আগ পর্যন্ত দেশটা স্ট্যাবল থাকত উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দেশটা স্ট্যাবল না হতে দেয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভিতরে সক্রিয় আছে। আর জুলাই এর সকল লড়াকু শক্তিই ক্ষমতার প্রশ্নে অস্থির হয়ে গেছে। যেন গোটা দেশটাই একটা খেলা মাত্র।

তিনি আরও লেখেন, রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐক্যমতের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। কিন্তু হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে। আর এখন এসে ড. ইউনুসের জন্য হা-হুতাশ একটু হালকা লাগে বৈকি। যখন ঐক্যমতের রাজনীতি করতে হয় ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হা-হুতাশ দেখতে হাস্যকর লাগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়