শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৪, ০৩:১২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার গণমাধ্যমে বিদেশে বসে খালেদ সাক্ষাতকার নিতে পারলো না কেন?

আব্দুন নূর তুষার, ফেইসবুক থেকে : সাদ্দাম খালেদ কে সাক্ষাতকার দিতে চায়! খালেদ তার সাক্ষাতকার নিতে চায়। এটা না হওয়াতে লীগ সমর্থকরা খুব খুশি। তারা প্রমাণ করতে পারছে গণমাধ‍্যমের স্বাধীনতা নাই।

একটা প্রশ্নের জবাব দেন। আমেরিকার গণমাধ্যমে বিদেশে বসে খালেদ সাক্ষাতকার নিতে পারলো না কেন? সে আসলে স্বেচ্ছায় এটা নেয় নাই। ট্রলের ভয়ে বা জনপ্রিয়তা হারানোর আশংকায় অথবা দেশের মানুষের অনুভূতিকে সম্মান করে। আমেরিকাতে বসে তার কাজ বন্ধ করার ক্ষমতা কি এই অন্তর্বর্তী সরকারের আছে? প্রশ্ন দুই।

সিপিগ‍্যাং এর জনক ভাইজানেরা বছরের পর বছর যে পকেটপালিত তেলসর্বস্ব প্লটভিক্ষাকারী সাংবাদিকগুলোকে পেলেছিলেন সেই লোকগুলো কই? এরা কেন সাদ্দামের সাক্ষাতকার নিচ্ছে না? মুরাদের ইন্টারভিউ করা নাহিদড্রেইনসরা কোথায়? এদের কাছে সাদ্দাম কেনো সাক্ষাৎকার দেয় না।?

এর কারণ হলো সাদ্দামও জানে তাদের গৃহপালিত সাংবাদিকদের বিন্দুমাত্র বিশ্বাসযোগ্যতা নাই। তাই খালেদের কাছেই ধর্না দেয়। হারুন কথা বলে কানাডায় যারা তাকে সারাদিন গাল দিতো তার সাথেই। এদের নিজেদের সাংবাদিকগুলো যে অপদার্থ সেটা এরা জানে। এদের কাছে সারাবছর কথা বললেও কেউ দেখবে না।

ছাগল দিয়ে হালচাষ করার পরিনতি এখন ভোগ করছে পতিত স্বৈরাচার।  আর নিজের রেখে যাওয়া অযোগ‍্য লোক আর দুঃশাসনের আবর্জনার গন্ধ পেয়ে অন‍্যকে গালাগাল করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়