ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুননির্ধারণের শুনানিতে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানিতে এ ঘটনা ঘটে।
শুনানির শুরুতে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন (সিইসি) বলেন, নিরপেক্ষভাবে সীমানা নির্ধারণে কাজ করার চেষ্টা করেছে ইসি।
পরে শুনানি শুরু হলে সিইসিই সামনেই হট্টগোল বাঁধে ব্রাহ্মণবাড়িয়া ২ এবং ৩ আসনের দুইটি গ্রুপের মধ্যে।
শুনানি চলাকালীন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর সঙ্গে বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মধ্যে হট্টগোল বাঁধে।
পরে পরিস্থিতি সামাল দিয়ে আবারও শুরু হয় শুনানি। উৎস: সময়নিউজটিভি ও এনটিভি অনলাইন।