শিরোনাম
◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড় ◈ সিলেটে অবৈধ পাথর উত্তোলনে অভিযান: সাদা পাথরে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, জাফলংয়ে ১০০ নৌকা ধ্বংস ◈ মার্কিন শুল্ক এড়াতে ও স্থানীয় বাজার দখলে ইন্দোনেশিয়ায় নজর চীনা বিনিয়োগকারীদের ◈ শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি জাগপার ◈ ওর মাথার টুপিটি দেখতে পুরো মোরগের ঝুঁটির মতো, জয়া বচ্চনকে বললেন কঙ্গনা ◈ আমিরাতে একবছরে ৩২ রেমিট্যান্স যোদ্ধার আত্মহত্যা, কারন হতাশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা! (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মানতে এক মাসের আলটিমেটাম, না মানলে কর্মবিরতি ও অবস্থান ঘোষণা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিলো ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। তাতেও দাবি পূরণ না হলে ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।’

দেলাওয়ার হোসেন জানান, মন্ত্রণালয় এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বাড়ানোর জন্য ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তবে সব দাবি একবারে পূরণ করা সম্ভব নয়। তাই বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা পূরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।

তিনি আরও বলেন, ‘বাড়িভাড়া ২০ শতাংশ বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। আমরা বাড়িভাড়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। দাবিগুলো পূরণে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার না পাঠানো হলে আমরা নতুন কর্মসূচিতে যাব।’

এর আগে দুপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেননি শিক্ষকরা। পদযাত্রার পরিবর্তে পুলিশের সহায়তায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়