শিরোনাম
◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ১১:২৭ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো

প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাত্রীদের দীর্ঘদিনের দাবির মুখে ব্যাগেজ রুলস সংশোধন করে মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

যাত্রীদের সুবিধা দেওয়ার পাশাপাশি শুল্ক ফাঁকি রোধে কিছু নতুন শর্তও যোগ করা হয়েছে। গত ২ জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই সংশোধনী আনা হয়।

এক নজরে নতুন ব্যাগেজ রুলের পরিবর্তনসমূহ:

১. মোবাইল ফোন:

২. স্বর্ণ ও রৌপ্য অলংকার:

  • কোনো শুল্ক-কর পরিশোধ ছাড়াই একজন যাত্রী বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন।

৩. স্বর্ণবার:

  • প্রতি ভরি (১১.৬৬ গ্রাম) ৫,০০০ টাকা শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা (১১৬.৬৪ গ্রাম) ওজনের একটি স্বর্ণবার আনা যাবে।

৪. বাধ্যতামূলক ঘোষণা:

  • নতুন সুবিধার অপব্যবহার রোধে, কাস্টমস হল ত্যাগ করার আগেই প্রত্যেক যাত্রীকে অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ করতে হবে। এটি শুল্ক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে।

উদ্দেশ্য ও অপরিবর্তিত সুবিধাসমূহ

এনবিআর জানিয়েছে, সংশোধিত এই কয়েকটি বিষয় ছাড়া ব্যাগেজ রুলসের বাকি সব সুবিধা আগের মতোই বহাল থাকবে।

সরকারের এই যাত্রীবান্ধব পদক্ষেপের ফলে প্রবাসীরা যেমন উপকৃত হবেন, তেমনি শুল্ক ফাঁকি রোধ করে রাজস্ব আদায় প্রক্রিয়া আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়