মধ্যপ্রাচ্যে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের লোকজন ঘোষণা দিয়ে মারামারি করে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আমি মিটিং করেছি। শুনেছি ওখানে প্রতিনিয়ত ঘোষণা দিয়ে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে।
তিনি আরও বলেন, সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গায় বাঙালিদের থেকে টাকা ছিনতাই, লুট করার জন্য বাসায় ঢুকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে ফেলার মতো ঘটনাও ঘটেছে। এগুলো কি মিথ্যা কথা? ওই জায়গার পুলিশকে খবর দেওয়া হয় না কেন জানতে চাইলে বলে, সে জায়গায় দোষী-নির্দোষ যারাই আছে সবাইকে বের করে দেবে। এ জন্য কাটা হাত নিয়ে আমরা অপেক্ষা করি।
আসিফ নজরুল বলেছেন, এই কাজগুলো কয়জন করে? এই বাজে কাজগুলো করে ১০ জন, ভোগে ১০ হাজার লোক, ১০ লাখ লোক। সৌদি আরবে যদি ১০ হাজার লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি ১০টা লোক রাস্তাঘাটে মারামারি করে, একটা মার্ডার করে, তাহলে ১০ হাজার লোকের ভালো কাজ কেউ দেখবে না।
তিনি আরও বলেন, আমাদের প্রবাসী ভাইদের সচেতন হতে হবে। কারণ এসব ঘটনা এক লাখ, ১০ লাখ লোকের জীবন বিপন্ন করে দিচ্ছে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে মাত্র ১০-২০টা লোক।