বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, আজ মঙ্গলবার রাত ১টা ৩৫ মিনিটে তিনি রিয়াদ থেকে ঢাকায় এসে পৌঁছাবেন।
ড. আবদুল্লাহ জাফের এর আগে ব্রাসিলিয়ায় দূতাবাসে ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত হিউস্টনে কনস্যুলেট জেনারেলে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ আফ্রিকা বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কো
রিয়ার দূতাবাসে ডেপুটি হেড অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ থেকে ২০২১ খ্রিস্টাব্দ পর্যন্ত জেনেভার কনস্যুলেট জেনারেলে ডেপুটি হেড অব মিশন ও ২০২১ থেকে তিনি গুয়াংজুতে রাজ্যের কনস্যুল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।