শিরোনাম
◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও) ◈ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থানরত বাংলাদে‌শিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা ◈ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারে ১৬০ জেট কিনবে কাতার! ◈ আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলাে ◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ বাংলাদেশে নারী নির্যাতন : কক্সবাজার টু মুন্সিগঞ্জ ◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয়

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো-  মাসুদ রানা চৌকিদার (৩৮),  শাকিল (২১),  মামুন (৪০), মোঃ রাব্বি (২৬), মোঃ আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) ও  আনোয়ার হেসেন (৪৪)। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, শনিবার রাত দেড়টায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মাসুদ রানা চৌকিদারকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে তার বাসা থেকে ৩৬টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জের আনোয়ার হোসেন ও বরিশালের পলাশের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল গোপালগঞ্জ জেলার বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে পরবর্তীতে শাকিল, মামুন, রাব্বি ও আসাদ মিয়াকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করে এবং দুটি গাড়ি জব্দ করে। একইদিন ধোলাইপাড় এলাকা থেকে পরিকল্পনাকারী পলাশ শেখ ও আনোয়ার হোসেনকেও গ্রেফতার করা হয়।

যুগ্ম কমিশনার বলেন, এই ডাকাত চক্রটি স্বর্ণের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে দেশব্যাপী রেকি ও অস্ত্র ব্যবহারে প্রশিক্ষিত। গত জানুয়ারি এখন পর্যন্ত ডিবি মোট ৮৭ জন ডাকাতকে গ্রেফতার করে রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে। এ ধরনের কার্যক্রম করতে গিয়ে সারা বাংলাদেশে বেশ কয়েকটি বিশেষ ধরনের ডাকাত চক্রের সন্ধান পায় ডিবি যাদের মূল লক্ষ্য সোনার দোকান ডাকাতি করা । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়