শিরোনাম
◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:১৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ঢাকা আসছে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার রাতে ঢাকায় আসছে। ঢাকায় অবস্থিত সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল রোববার রাত ৮টা ৪৮ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। এই দলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এবং অন্যান্য সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।

প্রতিনিধিদলটি বাংলাদেশে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য পরিষেবা সহজীকরণের বিষয়ে আলোচনা করবে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে আগামী ২১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথবা ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এ বৈঠকের আয়োজন করার জন্য।

দূতাবাস প্রতিনিধিদলের তালিকা, বৈঠকের আলোচ্যসূচি এবং প্রতিনিধিদলের ফ্লাইটের সময়সূচি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।

প্রতিনিধিদলটি আগামীকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকা ত্যাগ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়